Advertisement

Mother Dairy GST Cut: লিটারে ২ টাকা কমে যাচ্ছে দুধের দাম, মাদার ডেয়ারির ঘি, পনির কোন রেটে মিলবে?

দাম কমছে মাদার ডেয়ারির দুধ, ঘি, পনির সহ সমস্ত দুগ্ধজাত পণ্যের। সরকারের জিএসটি সংস্কারের পর ২২ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে। মাদার ডেয়ারি দুধের দাম কমানোর কথা ঘোষণা করায় স্বস্তিতে গ্রাহকেরা। 

দুধের দাম কমাল মাদার ডেয়ারিদুধের দাম কমাল মাদার ডেয়ারি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Sep 2025,
  • अपडेटेड 2:03 PM IST

দাম কমছে মাদার ডেয়ারির দুধ, ঘি, পনির সহ সমস্ত দুগ্ধজাত পণ্যের। সরকারের জিএসটি সংস্কারের পর ২২ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে। মাদার ডেয়ারি দুধের দাম কমানোর কথা ঘোষণা করায় স্বস্তিতে গ্রাহকেরা। 

মাদার ডেয়ারি সংস্থার তরফে জানানো হয়, প্যাকেটজাত দুধের দাম প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত কমিয়েছে। মাদার ডেয়ারি ১ লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করেছে। ডবল টোনড দুধের দাম ৩৩ টাকা থেকে ৩২ টাকা করা হচ্ছে। 

মাদার ডেয়ারির আর কোন কোন খাবারের দাম কত কমছে?
মিল্কশেকের দাম ৩০ টাকা থেকে কমে হচ্ছে ২৮ টাকা। ২০০ গ্রাম পনিরের দাম ৯৫ টাকা থেকে কমে ৯২ টাকা হতে চলেছে। মাদার ডেয়ারির বাটারের দাম হচ্ছে ৫৮ টাকা।

মাদার ডেয়ারির দুগ্ধজাত পণ্যের নয়া দাম
মাদার ডেয়ারির দুগ্ধজাত পণ্যের নয়া দাম

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ৩ সেপ্টেম্বর জিএসটি সংস্কার করে। এতে সমস্ত প্রয়োজনীয় পণ্যের উপর কর হ্রাস পায়। দুধ, পনির থেকে শুরু করে এসি-টিভি পর্যন্ত সবকিছুই সস্তা হতে চলেছে। বাস্তবায়নের আগেই, মাদার ডেয়ারি তাদের দুগ্ধজাত পণ্যের দাম কমিয়েছে, যা গ্রাহকদের জন্য বড় স্বস্তি এনেছে।

নতুন নিয়ম অনুসারে, মাদার ডেয়ারি গ্রাহকদের সমস্ত পণ্যের উপর ১০০% কর ছাড় দেওয়ার জন্য এই বড় পদক্ষেপ নিয়েছে। এটি লক্ষণীয় যে কোম্পানির সম্পূর্ণ পণ্য পোর্টফোলিও হয় শূন্য জিএসটি অথবা সর্বনিম্ন ৫% স্ল্যাবের আওতায় আসে।

Read more!
Advertisement
Advertisement