Advertisement

Multibagger Stock: মালামাল হওয়ার সুযোগ, এই স্টকে ১ লাখ বিনিয়োগে মিলছে ৩৪ লাখ টাকা

শেয়ার বাজারে কোন স্টক কবে বড় মুনাফা দেবে তা আগে থেকে অনুমান করা কঠিন। তবুও কিছু স্টক এমন নজির গড়ে তোলে, যা বিনিয়োগকারীদের রাতারাতি ধনী বানিয়ে দেয়। তেমনই একটি স্টক হলো গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেড। যা গত পাঁচ বছরে বিনিয়োগকারীদের জন্য এক প্রকৃত মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হয়েছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 2:41 PM IST
  • শেয়ার বাজারে কোন স্টক কবে বড় মুনাফা দেবে তা আগে থেকে অনুমান করা কঠিন।
  • তবুও কিছু স্টক এমন নজির গড়ে তোলে, যা বিনিয়োগকারীদের রাতারাতি ধনী বানিয়ে দেয়।

শেয়ার বাজারে কোন স্টক কবে বড় মুনাফা দেবে তা আগে থেকে অনুমান করা কঠিন। তবুও কিছু স্টক এমন নজির গড়ে তোলে, যা বিনিয়োগকারীদের রাতারাতি ধনী বানিয়ে দেয়। তেমনই একটি স্টক হলো গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেড। যা গত পাঁচ বছরে বিনিয়োগকারীদের জন্য এক প্রকৃত মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হয়েছে।

৩,৩৪৬% দুর্দান্ত রিটার্ন
১৯৯২ সালে প্রতিষ্ঠিত গ্র্যাভিটা ইন্ডিয়া মূলত পুনর্ব্যবহারযোগ্য শিল্পে কাজ করে। সংস্থাটি সীসা, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক পুনর্ব্যবহারে বিশেষজ্ঞ। শুধু ভারতে নয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ একাধিক মহাদেশে এর কার্যক্রম রয়েছে।
২০২০ সালের ১১ সেপ্টেম্বর এই কোম্পানির শেয়ারের দাম ছিল মাত্র ৪৯.৩০। আর পাঁচ বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৯। অর্থাৎ, বিনিয়োগকারীরা পেয়েছেন অবিশ্বাস্য ৩,৩৪৬ রিটার্ন।

১ লাখ টাকা থেকে ৩৪ লাখ
সরল হিসেবে, যদি কেউ ২০২০ সালে এই স্টকে ১,০০,০০০ বিনিয়োগ করতেন। এবং তা ধরে রাখতেন, তাহলে বর্তমানে তার সম্পদ বেড়ে দাঁড়াতো ৩৪,৪৬,০০০।

বাজারে শক্তিশালী অবস্থান
গত শুক্রবার গ্র্যাভিটা ইন্ডিয়ার শেয়ার ১৬৫৭.৮০ দামে খোলার পর ঊর্ধ্বমুখী লেনদেন করে। দিনের শেষে এটি ২.৪৯% বৃদ্ধি পেয়ে বন্ধ হয় ১৬৯৯ দামে। বর্তমানে কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১২,৩৩০ কোটি টাকা।
তবে উল্লেখযোগ্য যে, গত এক বছরে শেয়ারটি তার সর্বোচ্চ স্তর ২৭০০ ছুঁয়েছিল, আবার সর্বনিম্ন নেমেছিল ১৩৭৯.৬৫ টাকায়।

ধারাবাহিক উত্থান
সেপ্টেম্বর ২০২০: ৪৯.৩০
সেপ্টেম্বর ২০২১: ২০০.২০
সেপ্টেম্বর ২০২২: ৩৩০.৩৫
সেপ্টেম্বর ২০২৩: ৮০৪
সেপ্টেম্বর ২০২৪: সর্বোচ্চ ২৭০০
এই উত্থান-পর্বে বিনিয়োগকারীদের জন্য টাকার বৃষ্টি হয়েছে বলেই মনে করছে বাজার বিশ্লেষকরা।

সতর্কবার্তা
(বিঃদ্রঃ – শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগের আগে অবশ্যই বাজার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।)

 

Read more!
Advertisement
Advertisement