Advertisement

এক-দু'বার নয় চাইলে তিনবার ডিসকাউন্টে নিতে পারবেন LIC IPO, কীভাবে?

তিনটি ক্যাটেগরিতেই আবেদনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। তা নিশ্চিত করেছেন এলআইসি চেয়ারম্যান এমআর কুমার।

এলআইসি আইপিওএলআইসি আইপিও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2022,
  • अपडेटेड 8:22 PM IST
  • ৪ মে আসছে এলআইসি আইপিও।
  • আবেদনের শেষ দিন ৯ মে।
  • তিনবার আবেদনের সুযোগ।

আর মাত্র ক'টা দিন। ইদের ছুটির পর বাজারে আসছে এলআইসি আইপিও। ৪ মে থেকে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। ৯ মে আবেদনের শেষ তারিখ। ১৭ মে স্টক মার্কেটে শুরু হবে এলআইসি-র যাত্রা। বহু মানুষই আবেদন করতে চলেছেন এলআইসি আইপিও-তে। আর একবার নয়, তিন-তিনবার আবেদনের সুযোগ পাওয়া যাবে। 

এলআইসি আইপিওর প্রতি শেয়ারের দাম ৯০২-৯৪৯ টাকা রাখা হয়েছে। কিন্তু LIC-এর পলিসি হোল্ডার, কর্মচারী বা খুচরো বিনিয়োগকারীদের রয়েছে ৬০ টাকা পর্যন্ত ছাড়। পলিসি হোল্ডাররা পাবেন ৬০ টাকা ছাড়ে। খুচরো বিনিয়োগকারী এবং কর্মীদের জন্য শেয়ারপিছু ৪৫ টাকা ছাড় ঘোষণা করেছে সংস্থা।

তিনটি ক্যাটেগরিতেই আবেদনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। তা নিশ্চিত করেছেন এলআইসি চেয়ারম্যান এমআর কুমার। তিনি জানান, গ্রাহকদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিতে বলা হয়েছে এজেন্টদের। ফলে কোনও ব্যক্তি LIC-র একজন কর্মচারী, পলিসিধারক এবং খুচরো বিনিয়োগকারী হলে আলাদা করে তিনভাবে আবেদন করতে পারবেন। এলআইসি চেয়ারম্যান এমআর কুমার শুক্রবার জানিয়েছিলেন, যদি কোনও ব্যক্তি এলআইসি আইপিও ছাড়ের সুবিধা নিতে চাইলে তিনটি আলাদা বিভাগে আবেদন করতে পারবেন। 

আরও পড়ুন

যে সমস্ত পলিসিহোল্ডাররা চলতি বছরের ১৩ এপ্রিল পর্যন্ত এলআইসি থেকে পলিসি করিয়েছেন তাঁরা ছাড়ের জন্য বিবেচিত হবেন। যে সমস্ত পলিসিহোল্ডারদের নাম খাতায়কলমে রয়েছে অর্থাৎ তাঁরা গত হননি তাঁরা আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ১৩ এপ্রিলই আইপিও-র জন্য সেবির কাছে ওই সংক্রান্ত নথি (DRHP) দাখিল করেছিল এলআইসি।  

এলআইসি-ই হতে চলেছে দেশের সবচেয়ে বড় আইপিও৷ এর মাধ্যমে সরকার কোম্পানির ৩.৫% শেয়ার বিক্রি করে ২১ হাজার কোটি বাজার থেকে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। এলআইসি আইপিও-র বাজার মূল্য ৬ লক্ষ কোটি টাকা। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement