Advertisement

PAN-Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে সমস্যা, যেভাবে করবেন

আধারের সঙ্গে প্যান লিঙ্ক (PAN-Aadhaar Link) করা বাধ্যতামূলক করা হয়েছে বহুদিন। তবে এখনও অনেকে আধার-প্যান লিঙ্ক করেননি। আয়কর বিভাগ (Income Tax Department) শনিবার বলেছে যে ২০২৩ সলের ৩১ মার্চ প্যান নম্বরের (PAN) সঙ্গে আধারের লিঙ্ক করার শেষ দিন।

৩১ মার্চের মধ্যে-আধার-প্যান লিঙ্ক করতেই হবে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 26 Dec 2022,
  • अपडेटेड 3:02 PM IST
  • ১ এপ্রিল থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে
  • ওটা দিয়ে আর কোনও কাজ করা যাবে না

আধারের সঙ্গে প্যান লিঙ্ক (PAN-Aadhaar Link) করা বাধ্যতামূলক করা হয়েছে বহুদিন। তবে এখনও অনেকে আধার-প্যান লিঙ্ক করেননি। আয়কর বিভাগ (Income Tax Department) শনিবার বলেছে যে ২০২৩ সলের ৩১ মার্চ প্যান নম্বরের (PAN) সঙ্গে আধারের লিঙ্ক করার শেষ দিন। ওই সময়ের মধ্যে লিঙ্ক না করলে ১ এপ্রিল থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। ওটা দিয়ে আর কোনও কাজ করা যাবে না। 

আয়কর বিভাগ শনিবার একটি টুইটে বলেছে, "১৯৬১ সালের আয়কর আইন অনুসারে,সমস্ত আধার ও প্যান লিঙ্ক করা বাধ্য়তামূলক। ২০২৩ সালর ৩১ মার্চের মধ্যেই এটা করতে হবে। তাই দেরি করবেন না, আজই লিঙ্ক করুন।'

আরও পড়ুন:PM Kisan Yojana 13th Installment: PM কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, তবে আগে সারতে হবে যে কাজটি...

PAN নিষ্ক্রিয় হয়ে গেলে কী হবে?

যদি কোনও ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তবে তিনি I-T আইনের অধীনে সমস্ত পরিণতির জন্য দায়বদ্ধ থাকবেন এবং অনেক প্রভাব ভোগ করতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ৩০ মার্চ একটি বিজ্ঞপ্তিতে একথা বলেছিল। আধার-প্যান লিঙ্ক না করলে আইটি রিটার্ন করা যাবে না। PAN নিষ্ক্রিয় হয়ে গেলে ত্রুটিপূর্ণ রিটার্নের ক্ষেত্রে সংশোধন করা যাবে না। যার কারণ উচ্চ হারে কর দিতে হবে। উপরোক্ত ছাড়াও ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক পোর্টালের মতো অন্যান্য বিভিন্ন ফোরামে করদাতাকে অসুবিধার সম্মুখীন হতে পারে। কারণ প্যান হল সমস্ত ধরণের আর্থিক লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ KYC মানদণ্ডগুলির মধ্যে একটি।

কীভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করবেন (How to link PAN with Aadhaar) ?

  • আয়করের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ লগ ইন করুন
  • Quick Links বিভাগে যান এবং Link Aadhaar-এ ক্লিক করুন।
  • আপনার স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে।
  • এখানে আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখুন।
  • 'I validate my Aadhaar details' বিকল্পটি নির্বাচন করুন।
  • আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে।
  • এটি দিয়ে তারপর 'Validate' এ ক্লিক করুন।
  • জরিমানা দেওয়ার পরে আপনার PAN আধারের সঙ্গে লিঙ্ক করা হবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement