Advertisement

Petrol Diesel Price Hike In India : ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কলকাতায় কত হল?

আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ওপরে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করা হয়। আর সেটিই প্রতিদিন আপডেট করা হয়। তেল সংস্থাগুলি প্রতিদিন বাজার সমীক্ষার তেলের দাম ধার্য করে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়াম প্রতিদিন সকালে বিভিন্ন শহরের তেলের দামের তথ্য আপডেট করে। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Mar 2022,
  • अपडेटेड 7:52 AM IST
  • ফের বাড়ল তেলের দাম
  • কলকাতায় পেট্রোল লিটার প্রতি ১০৫.৫১ টাকা
  • ডিজেল লিটার প্রতি ৯০.৬২ টাকা

দীর্ঘদিন অপরিবর্তিত থাকার পর ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। ফলে রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম বেড়ে হল প্রতি লিটার ৯৬.২১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হল ৮৭.৪৭ টাকা। 

ভারতীয় পেট্রোলিয়াম বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)-এর সর্বশেষ আপডেট অনুযায়ী দেশের আর্থিক রাজধানী মুম্বইতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.৮২ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি পৌঁছে গিয়েছে ৯৫ টাকায়। 

পাশাপাশি শহর কলকাতায় এদিন পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৫.৫১ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯০.৬২ টাকা। আর চেন্নাইতে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ১০২.১৬ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৯২.১৯ টাকা। 

আরও পড়ুন

মূলত আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ওপরে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করা হয়। আর সেটিই প্রতিদিন আপডেট করা হয়। তেল সংস্থাগুলি প্রতিদিন বাজার সমীক্ষার তেলের দাম ধার্য করে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়াম প্রতিদিন সকালে বিভিন্ন শহরের তেলের দামের তথ্য আপডেট করে। 

একটি SMS-এর মাধ্যমেও জানা যায় নিজের শহরের পেট্রোল-ডিজেলের দাম। তার জন্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের নিজের শহরের আরএসপি কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস করতে হবে। নিজের শহরের RSP কোড জানার জন্য এখানে ক্লিক করুন। 

 

Read more!
Advertisement
Advertisement