Advertisement

ATM এবং UPI থেকেও তোলা যাবে পিএফ-এর টাকা, পদ্ধতি জানুন

এক অনুষ্ঠানে মনসুখ মান্ডব্য় জানান, খুব শিগগিরই পিএফ উত্তোলন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও অনেক সহজ হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই ইউপিআই এবং এটিএমের মাধ্যমে সরাসরি পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা চালু করা হবে। তখন পিএফের টাকা তোলা কার্যত ব্যাংক থেকে টাকা তোলার মতোই সহজ হয়ে যাবে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 2:03 PM IST
  • এটিএম বা ইউপিআই ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মতোই এবার সহজে তোলা যাবে পিএফের টাকা।
  • দীর্ঘদিন ধরেই পিএফ তোলার জটিল প্রক্রিয়া নিয়ে অভিযোগ করে আসছেন সাধারণ মানুষ।

এটিএম বা ইউপিআই ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মতোই এবার সহজে তোলা যাবে পিএফের টাকা। দীর্ঘদিন ধরেই পিএফ তোলার জটিল প্রক্রিয়া নিয়ে অভিযোগ করে আসছেন সাধারণ মানুষ। সেই সমস্যার কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়াও। তাঁর কথায়, এখনও পিএফ তুলতে গিয়ে মানুষকে একাধিক ফর্ম পূরণ করতে হয়, যা অত্যন্ত ঝামেলার। তবে এবার সেই নিয়ম বদলাতে চলেছে সরকার।

এক অনুষ্ঠানে মনসুখ মান্ডব্য় জানান, খুব শিগগিরই পিএফ উত্তোলন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও অনেক সহজ হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই ইউপিআই এবং এটিএমের মাধ্যমে সরাসরি পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা চালু করা হবে। তখন পিএফের টাকা তোলা কার্যত ব্যাংক থেকে টাকা তোলার মতোই সহজ হয়ে যাবে।

কাজ দ্রুত এগোচ্ছে
সরকার ইতিমধ্যেই ইউপিআই ও এটিএমের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট যুক্ত করার প্রস্তুতি শুরু করেছে। শ্রম মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, এই প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পিএফ অ্যাকাউন্টগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার ও ইউএএন-এর সঙ্গে যুক্ত রয়েছে। এবার সেই ব্যবস্থার সঙ্গে ডেবিট কার্ড, ইউপিআই ও এটিএম যুক্ত করা হবে। এর ফলে প্রয়োজনে কর্মীরা যেকোনও সময় তাদের পিএফ তহবিলের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন।

আরও পড়ুন

এটিএম বা ইউপিআই দিয়ে পিএফের টাকা তুলবেন কীভাবে?
এখনও পর্যন্ত পিএফ অ্যাকাউন্টকে ইউপিআই-এর সঙ্গে যুক্ত করার কোনও সরাসরি সুবিধা চালু হয়নি। তবে EPFO এই ব্যবস্থা চালু করলে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই সব কাজ হবে বলে আশা করা হচ্ছে। EPFO সদস্য পোর্টাল এবং UMANG অ্যাপ, এই দুই জায়গাতেই নতুন অপশন দেওয়া হতে পারে।

ইউপিআই-এর সঙ্গে পিএফ অ্যাকাউন্ট যুক্ত করতে হলে প্রথম শর্ত হল সক্রিয় ইউএএন (Universal Account Number)। এর পাশাপাশি আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্যান ইউএএন-এর সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। মোবাইল নম্বরটিও আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে, কারণ পুরো প্রক্রিয়াটি OTP-ভিত্তিক যাচাইকরণের মাধ্যমে সম্পন্ন হবে।

Advertisement

সম্ভাব্য নিয়ম অনুযায়ী, সদস্যকে EPFO পোর্টাল বা UMANG অ্যাপে লগইন করে ‘UPI-এর সঙ্গে PF লিঙ্ক করুন’ বা ‘UPI-এর মাধ্যমে PF উইথড্রয়াল’, এই ধরনের একটি নতুন অপশন বেছে নিতে হতে পারে। সেখানে ইউপিআই আইডি দেওয়ার পর Google Pay, PhonePe, Paytm বা BHIM-এর মতো অ্যাপে একটি অনুমতির নোটিফিকেশন আসবে। সেটিতে সম্মতি দিলেই যাচাইকরণ সম্পন্ন হবে এবং পিএফ অ্যাকাউন্ট ইউপিআই-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে।

এক ক্লিকেই পিএফ 
সরকারের মতে, পিএফ-ইউপিআই সংযোগ চালু হলে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি আসবে। পিএফ উত্তোলন হবে আরও দ্রুত, স্বচ্ছ এবং ঝামেলামুক্ত। তবে এর জন্য সদস্যদের অবশ্যই নিজেদের KYC সম্পূর্ণ ও আপডেট রাখতে হবে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, বর্তমান নিয়মেও প্রয়োজনে সদস্যরা তাদের পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারেন। বাকি ২৫ শতাংশ রেখে দেওয়া হয় ভবিষ্যৎ সুরক্ষা ও সুদের সুবিধার কথা মাথায় রেখে। নতুন ব্যবস্থায় সেই সুবিধাই আরও সহজ ও দ্রুত পাওয়া যাবে।

 

Read more!
Advertisement
Advertisement