Advertisement

PMUY LPG Price: অনেকটা কমল উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম, রাজ্যে এবার কত?

PMUY LPG Price: কেন্দ্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধিনে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আরও ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এক বছরে ১২টি সিলিন্ডারে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। দাম কমার পর কলকাতায় এখন কত টাকায় কিনতে হবে উজ্জ্বলা যোজনার গ্যাস?

অনেকটা কমল উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম, রাজ্যে এবার কত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2023,
  • अपडेटेड 4:38 PM IST
  • কেন্দ্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধিনে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আরও ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
  • এক বছরে ১২টি সিলিন্ডারে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ২০০ টাকা করে ভর্তুকি পাবেন।

PMUY LPG Price: রাখি উৎসব উপলক্ষে মূল্যস্ফীতির কবলে পড়া দেশের সাধারণ মানুষকে সস্তায় এলপিজি সিলিন্ডার উপহার দিতে চলেছে মোদী সরকার। সূত্রের খবর অনুযায়ী, দামি এলপিজি সিলিন্ডার নিয়ে বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে থাকা কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধিনে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আরও ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভর্তুকির মেয়াদ ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে
এই সুবিধা শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাই পাবেন। মোদী সরকারের এই সিদ্ধান্তে সরকারি কোষাগারে ৭৫০০ কোটি টাকার বোঝা বাড়বে। ২০২২ সালের মে মাসে, মোদী সরকার প্রধানমন্ত্রীর সুবিধাভোগীদের প্রতি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দিয়েছিল। এক বছরে ১২টি সিলিন্ডারে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। এই ভর্তুকির মেয়াদ ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

৯.৫৮ কোটি লোক প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগী
১ মে, ২০১৬-এ প্রধানমন্ত্রী মোদী এই স্কিমটি চালু করেছিলেন। বর্তমানে, মোট ৯.৫৮ কোটিরও বেশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী। আজকের তারিখে, সাধারণ মানুষকে একটি নন-ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডার রিফিল করতে ১১০৩ টাকা খরচ করতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের স্বস্তি দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু যারা এই স্কিম ছাড়া অন্য সিলিন্ডার রিফিল করবেন তাদের LPG সিলিন্ডার রিফিল করার জন্য এখনও ১১০৩ টাকা খরচ করতে হবে।

এই ভর্তুকির পর উজ্জ্বলা যোজনার অধীনে যারা সিলিন্ডার পাচ্ছেন এতদিন তাদের খরচ হচ্ছিল প্রায় ৯০০ টাকা। উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের দাম আরও ২০০ টাকা কমার পর এখন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম মোটামুটি ৭০০ টাকার কাছাকাছি নেমে এলো। চলুন জেনে নেওয়া যাক এখন উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা কত টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার কিনবেন...

দাম কমার পর দেশের চার মেট্রো শহরের উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা যে দামে গ্যাস কিনবেন:
•    দাম কমার পর দিল্লিতে একজন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী (১১০৩ টাকা -৪০০ টাকা) ৭০৩ টাকায় রান্নার গ্যাস কিনবেন।
•    দাম কমার পর মুম্বইতে একজন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী (১১০২.৫০ টাকা – ৪০০ টাকা) ৭০২.৫০ টাকায় রান্নার গ্যাস কিনবেন।
•    কলকাতার একজন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীকে এখন (১১২৯ টাকা – ৪০০ টাকা) ৭২৯ টাকায় রান্নার গ্যাস কিনতে হবে।
•    চেন্নাইয়ে একজন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীকে এখন দাম কমার পর (১১১৮.৫০ টাকা – ৪০০ টাকা) ৭১৮.৫০ টাকায় রান্নার গ্যাস কিনতে হবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement