Advertisement

PNB FD New Interest Rate : FD-তে সুদের হার বাড়ালো এই ব্যাঙ্ক, এবার মিলবে আরও বেশি রিটার্ন

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৪৪৪ দিনের ব্যাঙ্ক এফডি-তে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৪৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফলে সুদের হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭.২৫ শতাংশ হয়েছে। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৭৫ শতাংশ করা হয়েছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 May 2023,
  • अपडेटेड 10:32 AM IST
  • বাড়লো এফডিতে সুদের হার
  • বাড়ালো পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক
  • এখন কত মিলবে?

ভবিষ্যতের সুরক্ষার জন্য প্রত্যেক মানুষই নিজের সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করেন। বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেন তাঁরা। কেউ করেন রেকারিং, কেউ বা টাকা রাখেন ফিক্সড ডিপোজিটে। আপনার যদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট FD থেকে থাকে, তাহলে এখন আপনি আরও বেশি সুদের সুবিধা পাবেন। ব্যাঙ্ক নির্দিষ্ট আমানতের ওপরে সুদের হার বাড়িয়েছে। ফলে এখন থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে আরও টাকা আসবে। PNB জানিয়েছে যে, ২ কোটি টাকার কম আমানত-সহ FD-র ওপরে সুদের হার বাড়ানো হয়েছে। নয়া এই সুদের হার ১৮ মে থেকে কার্যকরী হয়েছে (PNB FD New Interest Rate)। 

৪৪৪ দিনের এফডিতে সুদ বেড়েছে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৪৪৪ দিনের ব্যাঙ্ক এফডি-তে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৪৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফলে সুদের হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭.২৫ শতাংশ হয়েছে। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৭৫ শতাংশ করা হয়েছে।

এনআরআই কত সুদ পাবে?
এ ছাড়া একজন এনআরআই গ্রাহক যদি ৪৪৪ দিনের FD করেন, তাহলে তিনিও আরও ৪৫ বেসিস পয়েন্টের সুবিধা পাবেন। ফলে তাঁরাও ৬.৮ শতাংশের পরিবর্তে ৭.২৫ শতাংশ হারে সুদের সুবিধা পাবেন।

৬৬৬ দিনের এফডিতে সুদ কমেছে
তবে PNB ৬৬৬ দিনের FD-তে সুদের হার কমিয়েছে। ব্যাঙ্ক ৬৬৬ দিনের FD-তে সুদ ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে ৭.০৫ শতাংশ করেছে। একই মেয়াদের FD-তে, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫৫ শতাংশ করা হয়েছে।

২০ বেসিস পয়েন্টের সুদের কাটতি
এছাড়াও, এনআরআই গ্রাহকরা ৬৬৬ দিনের মেয়াদের FD-তে কম সুদ পাবেন। আগে এই গ্রাহকরা ব্যাঙ্ক থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পেতেন। একই সময়ে, তবে কাটতির পর এখন ৭.০৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। অর্থাৎ ২০ বেসিস পয়েন্ট কম সুদের সুবিধা পাওয়া যাবে।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement