Advertisement

সামান্য বিনিয়োগে প্রতি মাসে ৬১ হাজার টাকা আয়, দারুণ এই স্কিমটির কথা জানেন?

এখানে যে স্কিমের কথা বলা হচ্ছে, সেটি হল পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম। এই স্কিমে কোনও ব্যক্তি কোটিপতিও হতে পারেন। তবে এর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা চাই।

পোস্ট অফিস স্কিমপোস্ট অফিস স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Dec 2025,
  • अपडेटेड 5:49 PM IST
  • পিপিএফ দীর্ঘদিন ধরেই একটি ভালো বিনিয়োগের অপশন হিসেবে সুপরিচিত।
  • এই স্কিমে কোনও ব্যক্তি কোটিপতিও হতে পারেন।
  • এই স্কিমটির বিষয়ে বুঝে নেওয়া যাক

আজকের দিনে বিনিয়োগের অনেক অপশন রয়েছে। শেয়ার বাজার থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি- বিনিয়োগের অপশনের ছড়াছড়ি রয়েছে চারিদিকেই। কিন্তু অনেকেই চান সুরক্ষিত বিনিয়োগ। তাঁদের জন্য ভালো পছন্দ হতে পারে পোস্ট অফিস। এখানে যে স্কিমের কথা বলা হচ্ছে, সেটি হল পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম। এই স্কিমে কোনও ব্যক্তি কোটিপতিও হতে পারেন। তবে এর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা চাই। এবার এই স্কিমটির বিষয়ে বুঝে নেওয়া যাক

১৫+৫+৫ সূত্রটি বুঝে নিন

পিপিএফ দীর্ঘদিন ধরেই একটি ভালো বিনিয়োগের অপশন হিসেবে সুপরিচিত। এই স্কিমের আওতায় বিনিয়োগ করার জন্য ১৫+৫+৫ ফর্মুলা মেনে চলতে হবে। এর মাধ্যমে ২৫ বছরে ১.০৩ কোটি টাকা জমা হতে পারে। এই পরিমাণ সুদ থেকে প্রতি মাসে ৬১,০০০ টাকা আয় হতে পারে। 

কর সাশ্রয়

পিপিএফ স্কিমটিতে বার্ষিক ৭.১ শতাংশ সুদের হার পাওয়া যায়। পিপিএফ-এ বিনিয়োগ করলে কোনও ব্যক্তি আয়কর আইনের ধারা ৮০সি-এর আওতায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ও পেতে পারেন। যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারেন।

২৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন

পিপিএফ স্কিমের  ১৫+৫+৫ ফর্মুলার অর্থ হল মেয়াদপূর্তির সময়কাল ১৫ বছর। এর বাইরে কোনও বিনিয়োগকারী যদি চান, তাহলে প্রতি বছর মেয়াদ ৫ বছর করে বাড়িয়ে দেওয়া যেতে পারে। এর অর্থ হল মোট ২৫ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। 

১৫ বছরে কত টাকা আয় হবে?

এবার হিসাব করা যাক। প্রথম ১৫ বছর (১৫ x ১.৫ লক্ষ টাকা) প্রতি বছর ১.৫ লক্ষ টাকা জমা করলে ২২.৫ লক্ষ টাকা বিনিয়োগ হবে। যার সুদ হবে ১৮.১৮ লক্ষ টাকা। যদি এই পরিমাণ একই অ্যাকাউন্টে আরও ৫ বছরের জন্য রেখে দেওয়া হয়, তবে ২০ বছর পর জমা হবে মোট ৫৭.৩২ লক্ষ টাকা। যার মধ্যে ১৬.৬৪ লক্ষ টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। 

Advertisement

২৫ বছরে কোটিপতি হওয়া সম্ভব

২৫ বছর ধরে, এই পরিমাণ হবে মোট ₹৮০.৭৭ লক্ষ। এর মধ্যে, ₹২৩.৪৫ লক্ষ আপনার সঞ্চয় থেকে অতিরিক্ত পরিমাণ হবে। তবে, যদি আপনি আরও ১০ বছর ধরে বার্ষিক ১.৫ লক্ষ টাকা যোগ করতে থাকেন, তাহলে মোট পরিমাণ ১.০৩ কোটিতে পৌঁছাবে। 

মাসে ৬১০০০ টাকা আয়

২৫ বছর পরেও কোনও ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্ট চালিয়ে যেতে পারেন এবং সেই পরিমাণের উপর সুদও পেতে পারেন। যদি কোনও ব্যক্তি ২৫ বছরে ১.০৩ কোটি জমা করেন, তাহলে এই পরিমাণ অর্থ থেকে প্রতি বছর ৭.১ শতাংশ সুদ পাওয়া যাবে। এর অর্থ হল বার্ষিক প্রায় ৭.৩১ লক্ষ টাকা পাওয়া যাবে। যার অর্থ প্রতি মাসে প্রায় ৬০ হাজার ৯৪১ টাকা আয় করা যাবে।

Read more!
Advertisement
Advertisement