
পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (PLI) দীর্ঘ সময় ধরে নিজের মতো করে এগিয়ে চলেছে। এই একবিংশ শতাব্দীর যুগে জীবন বিমার চাহিদা আগের যুগের তুলনায় বেশি। এটা বলা ভুল হবে না। এখনও মানুষের ভরসা রয়েছে এর ওপর। ১৮৮৪ সালে ভারতের তৎকালীন রানি প্রথম ডাক জীবন বিমা শুরু হয়েছিল।
প্রথমে এটি ডাক পরিষেবার কর্মীদের সাহায্য করার জন্য এক ওয়েলফেয়ার স্কিম বা কল্যাণমূলক প্রকল্প হিসাবে শুরু হয়েছিল। পরে টেলিগ্রাফ বিভাগেও প্রসারিত হয়। আমানত ৪ হাজার টাকা থেকে শুরু করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত। এই বিমা দেশের প্রাচীনতম বিমার মধ্যে একটি।
আরও পড়ুন: কলকাতায় দোকান খুলছেন সেই MA English Chaiwali
১৮৮৪ থেকে ২০২১ সালের তথ্য অনুযায়ী, এটা ৫০ লক্ষেরও বেশি পলিসিতে পরিণত হয়েছে। এখন এটি ভারত সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সেক্টরের উদ্যোগ, সরকারী সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, স্থানীয় সংস্থা, সমবায় পর্যন্ত বিস্তৃত কভারেজ রয়েছে। যৌথ উদ্যোগে ন্যূনতম ১০ শতাংশ সরকারী/পিএসইউ অংশীদারিত্ব রয়েছে। শিশুদের জন্যও তাদের পলিসি রয়েছে। সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শিশু নীতি (বাল জীবন বিমা)