শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা আয় করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। এজন্য তাঁকে ভারতীয় শেয়ার বাজারের বিগ বুলও বলা হয়। নিজের এই সুনামের প্রতি আরও একবার সুবিচার করেছেন ঝুনঝুনওয়ালা। বৃহস্পতিবার তাঁর হাতে থাকা বেশিরভাগ শেয়ারই বেড়েছে। এর মধ্যে ২টি এমন স্টক রয়েছে যাদের উত্থান চোখে পড়ার মতো। এর ফলে ঝুনঝুনওয়ালার সম্পদ এক দিনে প্রায় ১,০৬১ কোটি টাকা বেড়ে গিয়েছে।
ঝুনঝুনওয়ালার দু'টি প্রিয় স্টক
টাইটান এবং স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স হল রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওর দু'টি স্টকই তাঁকে মালামাল করেছে। গতকালের লেনদেনের সময় দু'টি স্টকেই ব্যাপক উত্থান দেখা গিয়েছে। টাটা গ্রুপের কোম্পানি টাইটানের শেয়ার ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। স্টার হেলথের স্টক বেড়েছে ১৬ শতাংশেরও বেশি বেড়েছে। ভারতের ওয়ারেন বাফেট নামে পরিচিত রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পদবৃদ্ধির নেপথ্যে রয়েছে এই দু'টি স্টক।
টাইটানের শেয়ার গতকাল বিএসইতে ১১৪.৬০ টাকা বেড়ে ২,১২৮ টাকায় বন্ধ হয়েছে। ট্রেডিং চলাকালীন এই শেয়ার এক সময়ে ২,১৭০.৯৫ টাকায় উঠেছিল। সেই অনুযায়ী একদিনে ৭.৮ শতাংশ লাফ দিয়েছিল শেয়ার। গত এক বছরে টাইটানের স্টক ২৩ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে এর মার্কেট ক্যাপ ১,৮৮,৯২০ কোটি টাকা। ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ২,৭৬৭.৫৫ টাকা। ৫২ সপ্তাহের সর্বনিম্ন ১.৬৬১.৮৫ টাকা। সংস্থায় রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রীর ৫.০৫ শতাংশ শেয়ার রয়েছে। এর অর্থ ঝুনঝুনওয়ালা পরিবারের কাছে টাইটানের ৪,৪৮,৫০,৯৭০ শেয়ার।
চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল-জুন মাসে দুর্দান্ত উত্থান হয়েছে টাইটানের। এ সময়ে সংস্থার বিক্রি বেড়েছে ২০৫ শতাংশ। অভাবনীয় ফলাফলের কারণে গতকাল এর শেয়ারে ব্যাপক লেনদেন হয়েছে। শুধুমাত্র গতকাল টাইটানের ঊর্ধ্বগতির জেরে ঝুনঝুনওয়ালার সম্পদ বেড়েছে ৫১৩.৯৯ কোটি টাকা।
স্টার হেলথে লাভ
বৃহস্পতিবার স্টার হেলথের স্টক BSE-তে ৫৪.২৫ টাকা বেড়ে ৫৩০.২০ টাকায় বন্ধ হয়েছে। এই মুহূর্তে মার্কেট ক্যাপ প্রায় ৩০,৫৪৪.৮৩ কোটি টাকা। এই সংস্থায় রাকেশ ঝুনঝুনওয়ালার ৮২,৮৮২,৯৫৮ শেয়ার রয়েছে অর্থাৎ ১৪.৪০ শতাংশ। তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার ৩.১১ শতাংশ অর্থাৎ ১৭,৮৭০,৯৭৭ শেয়ার রয়েছে। স্বামী-স্ত্রী স্টার হেলথের ১৭.৫ শতাংশ শেয়ারের মালিক। অর্থাৎ ১০০,৭৫৩,৯৩৫ শেয়ার রয়েছে। ঝুনঝুনওয়ালার সম্পদ গতকাল বেড়েছে ৫৪৬.৫৯ কোটি টাকা।
আরও পড়ুন- ব্যাঙ্ক FD-র থেকে বেশি সুদ পোস্ট অফিসের এই স্কিমে, মাসে মাসে রিটার্ন