ভারতে সদ্য টেসলার গাড়ি এসেছে। ইলন মাস্কের কোম্পানির গাড়ি নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। সেই জনপ্রিয় গাড়িই এবার এল রোহিত শর্মার গ্যারাজে। মুম্বইতে এক অ্যাওয়ার্ড শোতে নিজের নতুন ঝাঁ চকচকে Tesla মডেল Y চালিয়ে এন্ট্রি নিলেন রোহিত। ছাই রঙা সেই নতুন ইলেকট্রিক গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তেমনই এক ভাইরাল ভিডিও রিপোস্ট করলেন টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক স্বয়ং। পড়ুন: ইলন মাস্কের Tesla Model Y গাড়ি বুক করতে চান? জানুন কত দাম ও মাসিক EMI
ভারতের মার্কেটে টেসলার ভবিষ্যত কী, তা এখনও অনিশ্চিত। অনেকেই এই প্রাইস সেনসিটিভ বাজারে টেসলা বাজার ধরতে পারবে কিনা, তাই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু রোহিত শর্মার এই টেসলা চালানো যে ভারতের মার্কেটে বড় ব্র্যান্ডিংয়ের কাজ করবে, তা বলাই বাহুল্য।
এক্স এ সেটাই লিখেছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। তাঁরা বলছেন, রোহিত শর্মার প্রায় ৪৫ মিলিয়ন ফলোয়ার্স আছে। ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। এমন কেউ যদি নিজের ইচ্ছায় কোনও একটা কোম্পানির গাড়ি কেনেন, এবং তা ব্যবহার করেন, সেটাই সবচেয়ে বড় বিজ্ঞাপন। এতে ভারতে টেসলার ব্র্যান্ড ইমেজ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিনামূল্যে বিজ্ঞাপন
সাধারণত জনপ্রিয় ক্রিকেট তারকাদের দিয়ে গাড়ির বিজ্ঞাপন করাতে কোটি কোটি টাকা খরচ করতে হয়। কিন্তু এক্ষেত্রে সেসব ছাড়াই স্বেচ্ছায় টেসলার গাড়ি কিনে চালাচ্ছেন ইলন। সেটা যে একটা বড় বিজ্ঞাপন, তা বলাই বাহুল্য। তাছাড়া এর চেয়ে ভাল ফ্রি বিজ্ঞাপন কিছু হতেই পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইলন মাস্কের রিপোস্ট
ফ্যান ভিডিওটি চোখে পড়েছে ইলন মাস্কেরও। নিজের এক্স হ্যান্ডেলে সেটি রিপোস্ট করেছেন টেসলা প্রতিষ্ঠাতা।
স্পেশাল নাম্বার প্লেট
উল্লেখ্য, রোহিত শর্মার গাড়ির নাম্বার প্লেটটিও বেশ তাৎপর্যপূর্ণ। ইউজাররা বলছেন, এই 3015 আসলে রোহিতের ছেলেমেয়ে, সামাইরা এবং আহানের জন্ম তারিখ, ৩০ ও ১৫।
ওডিআই অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন রোহিত ।মঙ্গলবার মুম্বইয়ে সিইএটি ক্রিকেট অ্যাওয়ার্ডসে নতুন গাড়ি দিয়েই সবার নজর কাড়লেন।
রোহিত এমনিকেই কার লাভার
রোহিত শর্মা বরাবরই কার লাভার। জনপ্রিয় ক্রিকেটার হওয়ার পর থেকেই একের পর এক বিলাসবহুল গাড়ি কিনেছেন রোহিত। মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস, বিএমডব্লিউ ৭ সিরিজ, অডি কিউ৭, রেঞ্জ রোভার, ল্যাম্বরগিনি উরুসের মতো গাড়িতে প্রায়শই দেখা যায় তাঁকে।
এর মধ্যে রোহিতের নীল ল্যামোবোরগিনি সবচেয়ে জনপ্রিয় ছিল। প্রায়শই মুম্বইয়ের রাস্তায় এই গাড়িতে তাঁকে দেখা যেত। তবে সম্প্রতি Dream11 এর বিজ্ঞাপন ডিলের অংশ হিসাবে বেটিং অ্যাপের বিজেতাকে সেই গাড়ি পুরস্কার হিসাবে তুলে দেন। তারপর অবশ্য গেরুয়া ল্যাম্বরগিনি উরুস নিয়েছেন। ভারতীয় বাজারে এর দাম প্রায় ৪ কোটি টাকা।