Advertisement

Royal Enfield এবার Amazon এ! অনলাইনেই সস্তায় Classic 350, Hunter, Bullet

Royal Enfield Amazon: এবার আমাজনে অনলাইনেই পাবেন রয়্যাল এনফিল্ডের বাইক। দীপাবলির ঠিক আগে নতুন চমক সংস্থার। এখন অনলাইনেই এনফিল্ডের জনপ্রিয় ৩৫০ সিসির বিভিন্ন মোটরবাইক, যেমন Classic 350, Meteor 350, Hunter 350 এবং নতুন Bullet 350 কেনা যাবে।

এবার অনলাইনেই পাবেন রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলি।এবার অনলাইনেই পাবেন রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 1:05 PM IST
  • এবার আমাজনে অনলাইনেই পাবেন রয়্যাল এনফিল্ডের বাইক।
  • দীপাবলির ঠিক আগে নতুন চমক সংস্থার।
  • এখন অনলাইনেই এনফিল্ডের জনপ্রিয় ৩৫০ সিসির বিভিন্ন মোটরবাইক, যেমন Classic 350, Meteor 350, Hunter 350 এবং নতুন Bullet 350 কেনা যাবে।

Royal Enfield Amazon: এবার আমাজনে অনলাইনেই পাবেন রয়্যাল এনফিল্ডের বাইক। দীপাবলির ঠিক আগে নতুন চমক সংস্থার। এখন অনলাইনেই এনফিল্ডের জনপ্রিয় ৩৫০ সিসির বিভিন্ন মোটরবাইক, যেমন Classic 350, Meteor 350, Hunter 350 এবং নতুন Bullet 350 কেনা যাবে। শোরুমে শোরুমে ঘুরতে হবে না। আমাজনের মাধ্যমেই সহজেই বাইক দেখা, বুকিং ও কেনা যাবে। উৎসবের মরশুমের আগেই এই পদক্ষেপকে বেশ স্ট্র্যাটেজিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দীপাবলির সময়ে সাধারণত দুই চাকার গাড়ির বিক্রি অনেক বেড়ে যায়। তাই ক্রেতাদের সুবিধার কথা ভেবেই ডিজিটালি কেনাকাটার সুযোগ করে দিল রয়্যাল এনফিল্ড। এবার থেকে ক্রেতারা নিজেদের পছন্দমতো ডিলারশিপ চ্যুজ করতে পারবেন। পাশাপাশি অ্যাক্সেসরিজ, হেলমেট, রাইডিং গিয়ার, এমনকি ফাইনান্সিং অপশনও পাবেন।

আমাজনে রয়্যাল এনফিল্ডের একটি আলাদা ব্র্যান্ড স্টোর থাকছে। সেখানে সহজ ইন্টারফেসের মাধ্যমে এক নজরে পুরো ৩৫০ সিসি লাইনআপ দেখে নিতে পারবেন। অর্থাৎ, ক্লাসিক ৩৫০, বুলেট ৩৫০, হান্টার ৩৫০, গোয়ান ক্লাসিক ৩৫০ এবং মিটিওর ৩৫০ এক নজরে দেখে নিতে পারবেন। সংস্থার দাবি, অনলাইনে কেনার সুবিধা থাকায় এবার ছোট শহর বা গ্রামাঞ্চলের বাইকপ্রেমীরাও সহজেই নিজেদের পছন্দের বাইক কিনতে পারবেন।

ইতিমধ্যেই আহমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, নয়াদিল্লি এবং পুনেতে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। ক্রেতারা চাইলে অনলাইনে বাইক বুক করে, তারপর অফলাইনে নিজের পছন্দের শোরুম থেকে ডেলিভারি নিতে পারবেন। সেই সঙ্গে বিক্রির পরে সার্ভিস এবং সাপোর্টও দেবে রয়্যাল এনফিল্ড।

দীপাবলির আগে এই উদ্যোগকে ‘ফেস্টিভ ফ্লেক্সিবিলিটি’ বলছে সংস্থা।

আমাজনে গিয়ে কালার, মডেল, পেমেন্ট অপশন বেছে নেওয়া যাবে। এরপর বুকিংয়ের সময় অনলাইন পেমেন্ট করতে পারেন। এর পাশাপাশি পার্টনার ফাইনান্স সংস্থার মাধ্যমে লোনের ব্যবস্থাও থাকবে।

এর আগে চলতি বছর রয়্যাল এনফিল্ড Flipkart এর সঙ্গেও হাত মিলিয়েছিল। এবার আমাজনের সঙ্গে যুক্ত হয়ে সংস্থা ডিজিটাল স্তরে আরও প্রেজেন্স বাড়াল। বিশ্লেষকরা বলছেন, সময়ের সঙ্গে অনলাইনে বাইক কেনার প্রবণতা বাড়বে। সেই বিষয়টি আঁচ করতে পেরেই একের পর এক কোম্পানি তাদের অনলাইন বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে নয়া প্রজন্মের ক্রেতাদের টার্গেট করছে তারা।

Advertisement

অর্থাৎ, এখন আর বাইক কেনার জন্য ঘর থেকে বেরনোর দরকার নেই। মোবাইলে কয়েকটি ক্লিকেই মিলবে রয়্যাল এনফিল্ডের মতো প্রিমিয়াম বাইকও। 

Read more!
Advertisement
Advertisement