Advertisement

Royal Enfield Electric: এবার চার্জ দিলেই ছুটবে রয়্যাল এনফিল্ড, প্রকাশ্যে এল HIM-E

Royal Enfield HIM-E: ভারতের অটোমোবাইল সেক্টরে দ্রুত ইলেকট্রিক মোটরসাইকেলের চল বাড়ছে। গাড়ি, বাইক এবং স্কুটার সেগমেন্টে ক্রমেই নতুন নতুন ইলেকট্রিক মডেল আসছে৷ অন্য কোম্পানি ই-বাইক বানাবে, তাও মানা যায়। কিন্তু রয়্যাল এনফিল্ড যে ই-বাইকের বাজারে প্রবেশ করবে, তা অনেকেই ভাবেননি। কিন্তু সেটাই করে দেখাল  Royal Enfield। মঙ্গলবার তাদের প্রথম বৈদ্যুতিক বাইকের কনসেপ্ট মডেল প্রকাশ করল রয়্যাল এনফিল্ড। এই কনসেপ্ট মডেলের নাম দেওয়া হয়েছে 'HIM-E'। দেখতে অনেকটা নতুন হিমালয়ান-এর মতো।

রয়্যাল এনফিল্ড হিম ই
Aajtak Bangla
  • মিলান,
  • 08 Nov 2023,
  • अपडेटेड 6:15 PM IST
  • ভারতের অটোমোবাইল সেক্টরে দ্রুত ইলেকট্রিক মোটরসাইকেলের চল বাড়ছে। গাড়ি, বাইক এবং স্কুটার সেগমেন্টে ক্রমেই নতুন নতুন ইলেকট্রিক মডেল আসছে৷
  • অন্য কোম্পানি ই-বাইক বানাবে, তাও মানা যায়। কিন্তু রয়্যাল এনফিল্ড যে ই-বাইকের বাজারে প্রবেশ করবে, তা অনেকেই ভাবেননি।
  • কিন্তু সেটাই করে দেখাল  Royal Enfield। মঙ্গলবার তাদের প্রথম বৈদ্যুতিক বাইকের কনসেপ্ট মডেল প্রকাশ করল রয়্যাল এনফিল্ড।

Royal Enfield HIM-E: ভারতের অটোমোবাইল সেক্টরে দ্রুত ইলেকট্রিক মোটরসাইকেলের চল বাড়ছে। গাড়ি, বাইক এবং স্কুটার সেগমেন্টে ক্রমেই নতুন নতুন ইলেকট্রিক মডেল আসছে৷ অন্য কোম্পানি ই-বাইক বানাবে, তাও মানা যায়। কিন্তু রয়্যাল এনফিল্ড যে ই-বাইকের বাজারে প্রবেশ করবে, তা অনেকেই ভাবেননি। কিন্তু সেটাই করে দেখাল  Royal Enfield। মঙ্গলবার তাদের প্রথম বৈদ্যুতিক বাইকের কনসেপ্ট মডেল প্রকাশ করল রয়্যাল এনফিল্ড। এই কনসেপ্ট মডেলের নাম দেওয়া হয়েছে 'HIM-E'। দেখতে অনেকটা নতুন হিমালয়ান-এর মতো।

রয়্যাল এনফিল্ড ইতালির মিলানে EICMA মোটর শোতে এই কনসেপ্ট মডেল লঞ্চ করেছে। এটিই রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক কনসেপ্ট বাইক। দেখার দিক দিয়ে রয়্যাল এনফিল্ড হিমালয়ান মডেলের সঙ্গে এর বেশ মিল রয়েছে। যদিও রয়্যাল এনফিল্ড এখনও বাইকের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেনি।

এই লঞ্চ ইভেন্টের পাশাপাশি একটি নতুন ভিডিয়োও প্রকাশ করেছে রয়্যাল এনফিল্ড।  ভিডিওতে ইলেকট্রিক বাইকটিকে হিমালয় রেঞ্জে চলতে দেখা গিয়েছে। বর্তমানে বাইকটি এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বাইকে আরও বেশ কিছু পরিবর্তন আনা হবে।  

সংস্থা জানিয়েছে, নতুন Royal Enfield HIM E আসলে সংস্থার বৈদ্যুতিক মোটরসাইকেলের ভবিষ্যতের এক ঝলক বলে বলা যেতে পারে। ভিডিওতে যে বাইকটি দেখানো হয়েছে, তোর কোনও একজস্ট নোট শোনা যায়নি। রয়্যাল এনফিল্ডের একজস্ট নোটটিই তাদের রাইডারদের কানে স্বর্গীয় সংগীতের মতো। ফলে এই ই-বাইকটি রয়্যাল্ড এনফিল্ড ফ্যানদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে চলেছে। 

রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক হিমালয়ান কনসেপ্টটি নতুন হিমালয়ান 452-এর মতোই। এই একই দিনে হিমালয়ানের এই নতুন মোটরসাইকেলটি আনা হয়েছে। বাইকটিতে বড় উইন্ডস্ক্রিন গোলাকৃতির ফুল-এলইডি হেডল্যাম্প এবং সিঙ্গেল-পিস সিট রয়েছে। 

তবে এর ড্রাইভিং রেঞ্জ, ব্যাটারি প্যাক বা বৈদ্যুতিক মোটর সম্পর্কে এখনও কোনও তথ্য শেয়ার করা হয়নি। কিন্তু ভিডিওতে এই বাইকটিকে যেভাবে চলতে দেখানো হয়েছে তাতে মনে করা হচ্ছে, বেশ শক্তিশালী বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি প্যাক থাকছে। রয়্যাল এনফিল্ড এখনও ইলেকট্রিক কনসেপ্ট লঞ্চের কোনও তারিখ বা সময় ঘোষণা করেনি। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে বাজারে লঞ্চ হতে পারে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement