Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় ঘোষণা! ডেবিট কার্ডেও এবার ইএমআই সুবিধা

পুজোর আগে বড় ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবার থেকে ডেবিট কার্ডেও পাওয়া যাবে ইএমআই - র সুবিধা। তবে সেই সুবিধা পাওয়ার জন্য থাকবে কিছু মাপকাঠি।

এবার থেকে ডেবিট কার্ডেও পাওয়া যাবে ইএমআই - র সুবিধা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2020,
  • अपडेटेड 6:58 PM IST
  • পুজোর আগে বড় ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
  • এবার থেকে ডেবিট কার্ডেও পাওয়া যাবে ইএমআই - র সুবিধা।
  • শুধুমাত্র নির্বাচিত গ্রাহকরাই আপাতত পাবেন এই সুবিধা।

পুজোর আগে বড় ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবার থেকে ক্রেডিট কার্ড ছাড়া ডেবিট কার্ডেও পাওয়া যাবে ইএমআই - র সুবিধা। তবে সেই সুবিধা পাওয়ার জন্য থাকবে কিছু মাপকাঠি। জেনে নিন কারা এবং কিভাবে পাবেন এই সুবিধা : 

১. এসবিআই তরফে থেকে জানানো হয়েছে শুধুমাত্র নির্বাচিত গ্রাহকরাই আপাতত পাবেন এই সুবিধা। 

২. অনলাইন শপিং কিংবা দোকানে গিয়ে কেনা কাটার সময় গ্রাহকদের মিলতে পারে‌ এই পরিষেবা।

৩. জানা যাচ্ছে নতুন এই সুবিধা, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে অনলাইন শপিং করলেই গ্রাহকরা পেতে পারেন।

৪. এছাড়াও অফলাইনে কিছু বড় স্টোর থেকে ডেবিট কার্ড ব্যবহার করলে পেতে পারেন ইএমআই - র সুবিধা।

৫. তবে সেক্ষেত্রে করতে হবে ন্যূনতম ৮০০০ হাজার টাকার কেনাকাটা। 

৬. মাসের কিস্তিতে টাকা মেটানোর সুযোগ থাকবে। সেক্ষেত্রে কিস্তির সময় আসল ও সুদের পরিমাণের উপর কিস্তির পরিমাণ ঠিক হবে‌।

৭. এসএমএসের মাধ্যমে গ্রাহকরা জানতে পারবেন তাঁরা এই সুবিধার জন্য উপযুক্ত কিনা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর থেকে DCEMI লিখে একটি এসএমএস পাঠাতে হবে ৫৬৭৬৭৬ নম্বরে‌।  তাহলেই ব্যাঙ্কের তরফ থেকে উত্তর পেয়ে যাবেন তারা।

৮. তবে এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদেরকে প্রি- অ্যাপ্রুভড হতে হবে। 

অফলাইন থেকে অনলাইন কেনাকাটায় ক্রেতারা ঝুঁকছেন বর্তমানে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনে করে, কেনাকাটার সময় এসবিআই ডেবিট কার্ডের ওপর ইএমআই-র এই বিশেষ সুবিধায় খুশি হবেন গ্রাহকরা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement