Advertisement

Silver Price Hike: এক বছরে ৭৯% রিটার্ন দিল রুপো! কিনলেই কোটিপতি? Expert রা যা বললেন

Silver ETF Investment Alert: Silver ETF Investment Alert: ইদানিং সোনার পাশাপাশি রূপোতেও বিনিয়োগ করছে। বাজারে Silver ETF এ বিনিয়োগেরও  প্রবণতা বেড়েছে। কিন্তু এই পরিস্থিতি মোটেও ভাল চোখে দেখছেন না বাজার বিশ্লেষকরা।

রূপো কেনার বিষয়ে যা জানা প্রয়োজন।রূপো কেনার বিষয়ে যা জানা প্রয়োজন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 6:14 PM IST
  • গত কয়েক মাস ধরেই এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে।
  • ফলে বিনিয়োগকারীরা ইদানিং সোনার পাশাপাশি রূপোতেও বিনিয়োগ করছে।
  • বাজারে Silver ETF এ বিনিয়োগেরও  প্রবণতা বেড়েছে।

Silver ETF Investment Alert: শুধু সোনা নয়।  রুপোর দামও বাড়ছে। গত কয়েক মাস ধরেই এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা ইদানিং সোনার পাশাপাশি  রুপোতেও বিনিয়োগ করছে। বাজারে Silver ETF এ বিনিয়োগেরও  প্রবণতা বেড়েছে। কিন্তু এই পরিস্থিতি মোটেও ভাল চোখে দেখছেন না বাজার বিশ্লেষকরা। Silver ETF এ ওয়ান টাইম ইনভেস্টমেন্টে লাগামও টানছেন ফান্ড ম্যানেজাররা। কেন?

হঠাৎ এই সতর্কতা কেন?
ইতিমধ্যেই একাধিক সংস্থা সিলভার বেসড ফান্ডে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে। কোটাক, SBI এবং UTI মিউচুয়াল ফান্ড জানিয়েছে, আপাতত তাদের Silver ETF Fund of Funds (FOF) এ এককালীন বিনিয়োগ করা যাবে না।

কারণ হিসাবে বলা হচ্ছে, বর্তমানে দেশে  রুপোর যা দাম, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ বেশি। সাধারণত এই পার্থক্য ০.৫ শতাংশের বেশি হয় না।

 রুপোর দাম এত বাড়ল কেন?
বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখন  রুপোর ঘাটতি তৈরি হয়েছে। বাজারে চাহিদা বেশি, যোগান কম। সেই কারণেই দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষও এই ফান্ডে প্রচুর বিনিয়োগ করছেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বিনিয়োগ বন্ধের কারণ কী?
ফান্ড কর্তারা বলছেন, বিনিয়োগকারীদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত। এখন যাঁরা  রুপোতে বিনিয়োগ করবেন, তাঁদের অনেক বেশি দামে কিনতে হবে। বাজার স্টেবল হলে পরে সেই দাম পড়ে যেতে পারে। তখন বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন। তাই আপাতত নতুন বিনিয়োগ বন্ধ রাখা হয়েছে।

Silver ETF কী?
Silver ETF একটি বিশেষ ধরনের ফান্ড। নাম শুনেই বুঝতে পারছেন,  রুপোর দামের উপর নির্ভর করে এই ফান্ড ওঠানামা করে। সেই অনুযায়ী বিনিয়োগকারীদের লাভ-ক্ষতি হয়। এতে বিনিয়োগকারীদের সরাসরি  রুপো কেনার ঝক্কি সইতে হয় না।

 রুপোয় বিনিয়োগে ঝুঁকি আছে?
বিশ্ববাজারে অনিশ্চয়তা, শিল্পক্ষেত্রে চাহিদা এবং আমেরিকার সুদের নীতি, সব মিলিয়ে গত এক বছরে  রুপোর দাম ৭৯ শতাংশ বেড়েছে। তিন মাসেই বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, এত দ্রুত দাম বেড়ে যাওয়াটা বিপজ্জনক হতে পারে। তাঁদের পরামর্শ, সোনা ও  রুপোয় কারও মোট বিনিয়োগের ১০-১৫ শতাংশের বেশি থাকাটা ঠিক নয়। দাম বাড়ছে দেখেই হঠাৎ গা না ভাসানোই ভাল। এখন সাবধান থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement