Advertisement

Summer Special Trains 2023 : ওয়েটিং লিস্টের টেনশন থেকে মুক্তি, এই রুটে সামার স্পেশাল ট্রেন চালু রেলের

গোরক্ষপুর থেকে চণ্ডীগড় পর্যন্ত সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব-উত্তর রেলওয়ে। ০৪৫১৮/০৪৫১৭ চণ্ডীগড়-গোরক্ষপুর সামার স্পেশাল ট্রেনটি ২৭ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে চালানো হবে। ওই ট্রেনটিই ২৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রত্যেক শুক্রবার গোরক্ষপুর থেকে চালানো হবে। ইতিমধ্যেই এগুলির বুকিংও শুরু হয়ে গিয়েছে। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Apr 2023,
  • अपडेटेड 4:00 PM IST
  • যাত্রীদের সুবিধার্থে রেলের উদ্যোগ
  • আনা হল সামার স্পেশাল ট্রেন
  • এপ্রিল থেকে চলবে জুন পর্যন্ত

যাত্রীদের পরিষেবা ও স্বাচ্ছন্দ্যের বিষয়ে সদা সতর্ক ভারতীয় রেল। যার জন্য নতুন নতুন পদক্ষেপও করা হয়। ইতিমধ্যেই রেলের প্ল্যটফর্মগুলিকে হাইটেক করা হচ্ছে। লঞ্চ করা হচ্ছে হাইস্পিড ট্রেন। আধুনিকীকরণ করা হচ্ছে রেলের কামরার। এরইমাঝে গোরক্ষপুর থেকে চণ্ডীগড় উদ্দেশে যাঁরা যাত্রা করবেন তাঁদের জন্য নয়া সুখবর আনল রেল। 

গোরক্ষপুর থেকে চণ্ডীগড় পর্যন্ত সামার স্পেশাল ট্রেন
গোরক্ষপুর থেকে চণ্ডীগড় পর্যন্ত সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব-উত্তর রেলওয়ে। ০৪৫১৮/০৪৫১৭ চণ্ডীগড়-গোরক্ষপুর সামার স্পেশাল ট্রেনটি ২৭ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে চালানো হবে। ওই ট্রেনটিই ২৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রত্যেক শুক্রবার গোরক্ষপুর থেকে চালানো হবে। ইতিমধ্যেই এগুলির বুকিংও শুরু হয়ে গিয়েছে। 

মেনে চলতে হবে কোভিড বিধি
পূর্ব উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং জানান, এই ট্রেন যাত্রা করতে গেলে কোভিড বিধি মেনে চলতে হবে। ট্রেনটিতে এলএসএলআরডি-র একটি, সাধারণ দ্বিতীয় শ্রেণির ৪টি, স্লিপারের ৬টি, এসি থ্রি টায়ারের ৬টি, এসি টু টিয়ারের ২টি এবং এসি সেকেন্ড কাম এসি ফার্স্ট ক্লাসের একটি কোচ থাকবে। 

আরও পড়ুন

চণ্ডীগড় থেকে ছাড়ার সময় 
এই ট্রেনটি চণ্ডীগড় থেকে রাত্রি ১১টা ১৫ মিনিটে ছাড়বে। এরপর আম্বালা ক্যান্ট থেকে ১২টা ২৫ মিনিটে, সাহারানপুর থেকে রাত আড়াইটেয়, মোরাদাবাদ থেকে ভোর ৬টা ২০ মিনিটে, বেরেলি থেকে ৭টা ৪২ মিনিটে, লখনউ থেকে ১১টা ৪৫ মিনিটে, গোন্ডা থেকে ৩টে ৩৫ মিনিটে এবং বস্তি থেকে ৪টে ৫৩ মিনিটে ছাড়াবে। ট্রেনটি গোরক্ষপুর পৌঁছবে সন্ধ্যে ৬টা ২০ মিনিটে। 

গোরক্ষপুর থেকে ছাড়ায় সময়
গোরক্ষপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত্রি ১০টা ৫ মিনিটে। এরপর বস্তি থেকে রাতে ১১টা ৩ মিনিটে, গোন্ডা থেকে রাত ১২টা ৪০ মিনিটে, লখনউ থেকে ভোর ৩টে ১০ মিনিটে, বরেলি থেকে সকাল ৭টা ২ মিনিটে, মোরাদাবাদ থেকে সকাল ৮টা ৪৮ মিনিটে এবং আম্বালা ক্যান্ট থেকে দুপুর ১টা ২৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি চণ্ডীগড় পৌঁছবে দুপুর ২টো ১০ মিনিটে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement