Advertisement

SUV Under 6 Lakh: ৬ লক্ষেরও কমে এসইউভি, Nissan-র এই গাড়িতে রয়েছে দুর্দান্ত ফিচার

এসইউভি-র সুরক্ষাতেও নজর দিয়েছে সংস্থা। ASEAN NCAP পরীক্ষায় চারটি স্টার পেয়েছে। গাড়ির সামনে রয়েছে দু'টি এয়ারব্যাগ।

নিসান ম্যাগনাইট (Nissan Magnite)নিসান ম্যাগনাইট (Nissan Magnite)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2022,
  • अपडेटेड 1:55 PM IST
  • ম্যাগনাইটের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে নিসান।
  • এক্স-শোরুম দাম ৬ লক্ষের কম।
  • গাড়ি রয়েছে দুর্দান্ত সুযোগসুবিধা।

ভারতীয় বাজারে এখনও বিশেষ কিছু করে দেখাতে পারেনি জাপানের গাড়ি নির্মাতা সংস্থা নিসান (Nissan)। বিক্রিবাটাও তেমন হয় না। ভারতীয়দের মন জয় করতে সস্তায় ঝাঁ চকচকে এসইউভি নিয়ে এল তারা। সন্নি, মাইক্রার মতো গাড়ি তেমন চলেনি বাজারে। এবার নিসান আনল কমপ্যাক্ট এসইউভি নিসান ম্যাগনাইট (Nissan Magnite)। এক্স শোরুম দামও কম। শুরু ৬ লক্ষের কমে।

এই এসইউভি-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫এমএম। ভারতের রাস্তায় যা উপযোগী। ২৫০০ লম্বা যান। এজন্য গাড়ির কেবিনের জায়গা বড়। ৩৩৬ লিটার বুট স্পেস রয়েছে। প্রতিযোগী Renault Kiger, Tata Nexon আর Kia Sone-র চেয়ে তা অনেকটাই কম। তবে কোম্পানির দাবি, তাদের বুট স্পেস অন্যদের থেকে বেশি কার্যকরী। 

নিসানের এই এসইউভি সাব-কমপ্যাক্ট শ্রেণির। এতে রয়েছে ৮ ইঞ্চির টাচ স্ক্রিন, ৭ ইঞ্চির টিএফটি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়ারলেস অ্যান্ড্রয়েড ও অ্যাপল কারপ্লে, ওয়ারলেস স্মার্টফোন চার্জার, পুশ বটন স্টপ ও স্টার্ট, জেবিএল সাউন্ড সিস্টেম, ক্রুজ কন্ট্রোলের মতো দারুণ সব ফিচার। এছাড়া ম্যাগনাইটে ৩৬০ ডিগ্রি সারাউন্ড ফিচারও রয়েছে। পার্কিং করতে অসুবিধা হবে না। 

আরও পড়ুন

এসইউভি-র সুরক্ষাতেও নজর দিয়েছে সংস্থা। ASEAN NCAP পরীক্ষায় চারটি স্টার পেয়েছে। গাড়ির সামনে রয়েছে দু'টি এয়ারব্যাগ। ম্যাগনাইটে রয়েছে ডায়নামিক্স কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট, এবিএস, রিভার্স পার্কিং ক্যামেরা, রিভার্স পার্কিং সেন্সরের মতো সেফটি ফিচার। এক্স-শোরুম দাম ৫.৭৬ লক্ষ টাকা। এটা সর্বনিম্ন দর। ৯.৯৮ লক্ষ টাকা থেকে শুরু টপ মডেলের দাম। 

Read more!
Advertisement
Advertisement