Advertisement

Swasthya Sathi Card Update: স্বাস্থ্যসাথী পরিষেবায় বড় বদল, এই কার্ডে আর করা যাবে না ৩ অপারেশন

Swasthya Sathi Card Update: নিয়ম বদল হল স্বাস্থ্যসাথী কার্ডের। সম্প্রতি নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। জানানো হয়, সমস্ত হাইড্রোসিল সার্জারির ক্ষেত্রে সরকারি হাসপাতালের জন্য সংরক্ষিত থাকবে। কোনও বেসরকারি হাসপাতালে কোনও ধরনের হার্নিয়ার সার্জারি করা যাবে না কয়েকটি ক্ষেত্র বাদ দিয়ে।

স্বাস্থ্যসাথী কার্ডে নিয়ম বদলস্বাস্থ্যসাথী কার্ডে নিয়ম বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2022,
  • अपडेटेड 6:36 PM IST
  • নিয়ম বদল হল স্বাস্থ্যসাথী কার্ডের
  • সমস্ত হাইড্রোসিল সার্জারির ক্ষেত্রে সরকারি হাসপাতালের জন্য সংরক্ষিত থাকবে
  • কোনও বেসরকারি হাসপাতালে কোনও ধরনের হার্নিয়ার সার্জারি করা যাবে না

Swasthya Sathi Card Update: নিয়ম বদল হল স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card)। সম্প্রতি নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। জানানো হয়, সমস্ত হাইড্রোসিল সার্জারির ক্ষেত্রে সরকারি হাসপাতালের জন্য সংরক্ষিত থাকবে। কোনও বেসরকারি হাসপাতালে কোনও ধরনের হার্নিয়ার সার্জারি করা যাবে না কয়েকটি ক্ষেত্র বাদ দিয়ে।

এছাড়াও,  বেসরকারি হাসপাতালে দাঁতের এই চিকিৎসাগুলি যেমন, স্কেলিং, সব ধরনের ডেন্টাল ফিলিং, পাল্প ক্যাপিং, ক্যাপ পরানো এবং ব্রিজেস এবং কোন প্রসাধনী দাঁতের পদ্ধতি হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার সরকারি হাসপাতালে করালেই শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 

আরও পড়ুন

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে-

- স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় হাইড্রোসিল অপারেশন করাতে গেলে সরকারি হাসপাতালেই করতে হবে।

- স্বাস্থ্যসাথীর আওতায় বেসরকারি হাসপাতালে হার্নিয়া অপারেশন করা যাবে না। কেবলমাত্র অবস্ট্রাকটিভ হার্নিয়া, ইনকারসিরেটেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বা হার্নিয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এগুলি, বেসরকারি হাসপাতালের পরিষেবা নেওয়া যাবে।

- স্বাস্থ্যসাথীর আওতায় দাঁতের স্কেলিং, ফিলিং, পাল্প ক্যাপিং বা দাঁত তোলা, পূর্ণ বা আংশিক ডেঞ্চারও করা যাবে না বেসরকারি হাসপাতালে।

এছাড়াও, ক্যান্সার সার্জারি, পথ দুর্ঘটনার শিকার রোগীদের প্রস্থেসিস ছাড়া দাঁতের যাবতীয় চিকিৎসার ক্ষেত্রেও স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে করালে পরিষেবা মিলবে না। শুধু সরকারিতে মিলবে। 

এই নতুন নিয়ম করার কারণ হিসাবে ওয়াকিবহাল মহল মনে করছে, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির মান বাড়ানো হয়েছে। এগুলিতে না গিয়ে সাধারণ রজার চিকিৎসাতেও বেসরকারি হাসপাতালে যাচ্ছে অনেকেই। সেজন্যই রাশ টানা হয়েছে নিয়মে।

Read more!
Advertisement
Advertisement