Advertisement

Post Office PPF Scheme: সাড়ে ১২ হাজার টাকা ঢাললে রিটার্ন ৪০ লাখ, Post Office-এর আশ্চর্য স্কিম

আপনি কি নিজের উপাজর্ন থেকে কিছু টাকা বাঁচাতে চাইছেন? সেই টাকা রাখতে চাইছেন কোনও নিরাপদ জায়গায়? পেতে চাইছেন ভাল রিটার্ন? তাহলে আপনার জন্য রয়েছে একটি ভাল খবর। কারণ, এমনই একটা সেরা স্কিম রয়েছে পোস্ট অফিসের। এক্ষেত্রে Post Office-এর পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF) মাধ্যমে আপনি কম ঝুঁকিতে, ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে সরকার আপনাকে ভাল সুদ দেবে।

পোস্ট অফিসের বাম্পার স্কিমপোস্ট অফিসের বাম্পার স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2025,
  • अपडेटेड 9:52 AM IST
  • আপনি কি নিজের উপাজর্ন থেকে কিছু টাকা বাঁচাতে চাইছেন?
  • সেই টাকা রাখতে চাইছেন কোনও নিরাপদ জায়গায়
  • এমনই একটা সেরা স্কিম রয়েছে পোস্ট অফিসের

আপনি কি নিজের উপাজর্ন থেকে কিছু টাকা বাঁচাতে চাইছেন? সেই টাকা রাখতে চাইছেন কোনও নিরাপদ জায়গায়? পেতে চাইছেন ভাল রিটার্ন? তাহলে আপনার জন্য রয়েছে একটি ভাল খবর। কারণ, এমনই একটা সেরা স্কিম রয়েছে পোস্ট অফিসের। এক্ষেত্রে Post Office-এর পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF) মাধ্যমে আপনি কম ঝুঁকিতে, ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে সরকার আপনাকে ভাল সুদ দেবে।

কত শতাংশ সুদ পাবেন?

এই স্কিমে সরকারের পক্ষ থেকে প্রতি বছর ৭.১ শতাংশ ট্যাক্স ফ্রি সুদ দেওয়া হবে। আর এটা সব শ্রেণির মানুষের জন্যই ভাল স্কিম। যারা নিজেদের ইনকামের জন্য প্রতিবছর অনেকটা টাকা ট্যাক্স দেন, তাদের জন্যও এটা ভাল স্কিম। তারা এক্ষেত্রে অনেকগুলো টাকা বাচাতে পারবেন।

আসলে পিপিএফ-এ রয়েছে ট্যাক্স বেনিফিট। আপনি সেকশন ৮০সি-এর মাধ্যমে ট্যাক্স বেনিফিট পাবেন। যার সহজ অর্থ হল, আপনি যেই টাকা এখানে বিনিয়োগ করবেন, সেটা হবে ট্যাক্স ফ্রি। পাশাপাশি যা সুদ পাবেন, সেটাও হবে ট্যাক্স ফ্রি। এছাড়া ম্যাচুরিটিতে যেই টাকাটা পাবেন, সেটারও ট্যাক্স লাগবে না।

লক ইন পিরিয়ড জানুন

পোস্ট অফিসের পিপিএফ স্কিমের একটা লক-ইন পিরিয়ড রয়েছে। অর্থাৎ এই সময় আপনি টাকাটা তুলতে পারবেন না। আর সেই সময়টা হল ১৫ বছর। এই সময়ের পরও আপনি এই স্কিমে টাকা রাখতে পারেন। সেক্ষেত্রে ৫ বছর করে সময় বাড়াতে পারেন।

এই স্কিমে আপনি ৫০০ টাকার মাধ্যমেও জমানো শুরু করতে পারেন। আর বছরে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা জমানো যেতে পারে।

৪০ লক্ষ টাকা জমানোর অঙ্কটা জানুন

এই সরকারি স্কিমে ১৫ বছরে আপনি ৪০ লক্ষ টাকা জমাতে পারেন। এখন প্রশ্ন হল কীভাবে সেটা সম্ভব? তাহলে শুনুন, প্রতি বছর আপনাকে ১.৫ লক্ষ টাকা জমাতে হবে। মাসের হিসেবে ১২৫০০ টাকা। এই টাকাটা ১৫ বছর রাখুন। সেখানে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। তাহলেই আপনার জমে যাবে ২২,৫০,০০০ টাকা। পাশাপাশি সুদ পাবেন ১৮,১৮,২০৯ টাকা। যার ফলে ম্যাচুরিটিতে মিলবে ৪০,৬৮,২০৯ টাকা।

Advertisement

আর কী কী সুবিধা পাবেন?

এই পিপিএফ স্কিম আপনি কাছের পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে করতে পারেন। এই বিনিয়োগের মাধ্যমে ঋণও পাবেন। এছাড়া চাইলে ৫ বছর পরও কিছুটা টাকা তুলে নিতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement