Advertisement

Term Life Insurance Mistakes: টার্ম লাইফ ইনস্যুরেন্সে যে ভুল তথ্যে টাকা জলে যায়, সতর্ক থাকুন

জীবনের কোনও নিশ্চয়তা নেই। কখন যে কী হয়ে যায়, কেউ জানেন না। আর দুর্ভাগ্যক্রমে এমনটা হয়ে গেলেই সংসারের উপর কালবৈশাখী নেমে আসতে পারে। অর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে গোটা পরিবার। যদিও এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করার একটা সহজ রাস্তা রয়েছে। আর সেটি হল টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান। এই প্ল্যানটা করে রাখলে মৃত্যুর পর একটা বড় অঙ্কের টাকা পায় পরিবার। সেটা দিয়ে মোটের উপর পরিস্থিতি সামলে নেওয়া যায়। এই কারণেই অনেকে এখন টার্ম প্ল্যান করছেন।

টার্ম লাইফ ইনস্যুরেন্স মিসটেকটার্ম লাইফ ইনস্যুরেন্স মিসটেক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2025,
  • अपडेटेड 2:02 PM IST
  • জীবনের কোনও নিশ্চয়তা নেই
  • কখন যে কী হয়ে যায়, কেউ জানেন না
  • সেটি হল টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান

জীবনের কোনও নিশ্চয়তা নেই। কখন যে কী হয়ে যায়, কেউ জানেন না। আর দুর্ভাগ্যক্রমে এমনটা হয়ে গেলেই সংসারের উপর কালবৈশাখী নেমে আসতে পারে। অর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে গোটা পরিবার। যদিও এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করার একটা সহজ রাস্তা রয়েছে। আর সেটি হল টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান। এই প্ল্যানটা করে রাখলে মৃত্যুর পর একটা বড় অঙ্কের টাকা পায় পরিবার। সেটা দিয়ে মোটের উপর পরিস্থিতি সামলে নেওয়া যায়। এই কারণেই অনেকে এখন টার্ম প্ল্যান করছেন।

যদিও মাথায় রাখতে হবে, এই প্ল্যান করার সময় সতর্ক থাকা জরুরি। নইলে কোনও লাভই হবে না। আর তেমনই ৫ ভুল সম্পর্কে আলোচনা হল নিবন্ধটিতে।

ভুল তথ্য দেওয়া

অনেকেই ধূমপান করেন, কিন্তু ইনস্যুরেন্স করার সময় বলেন করি না। শুধু তাই নয়, একাধিক ক্রনিক রোগ থাকলেও না বলে দেন। আর এই ভুলটা করেন বলেই তাদের ক্লেম পেতে সমস্যা হয় বা ইনস্যুরেন্সই তৈরি হয় না। কারণ, ইনস্যুরেন্স দেওয়ার আগে টেস্ট করায় সংস্থা। সেখানেই সব ধরা পড়ে যায়। তাই নিজের ভাল চাইলে এই ভুলটা করবেন না।

কম সময়ের জন্য প্ল্যান নেওয়া

অনেকেই কম সময়ের জন্য টার্ম প্ল্যান নেন। আর এই ভুলটা করেন বলেই সমস্যা হয়। তারা এই হিসেবটিতে ভুল করেন।

আসলে টার্ম প্ল্যান সবসময় বেশিদিনের জন্য করা উচিত। তাতেই আপনি বিপদের সময় তার লাভ পাবেন। নইলে ফাঁকায় এই প্ল্যান করে কোনও লাভ নেই।

কম টাকার প্ল্যান করা

আপনার আয়ের উপর নির্ভর করে প্ল্যান করা উচিত। নইলে তেমন একটা লাভ হবে না। যেইটুকু টাকা পরিবার পাবে, সেটা দিয়ে কয়েক বছর চলবে মাত্র। তাই পরিবারের খরচার কথা হিসেব করুন। সেই মতোই একটা টার্ম প্ল্যান নিন। তাহলেই বিপদের সময় পরিবার সুরক্ষিত থাকবে।

অন্যের কথায় কিনে নেওয়া

অনেকই টার্ম লাইফ ইনস্যুরেন্স কেনার সময় অন্যের কথার বেশি গুরুত্ব দেন। তারা নিজেদের কোনও বিচারবুদ্ধি ব্যবহার করেন না। তাতেই ঠকে যাওয়ার আশঙ্কা থাকে।

Advertisement

তাই এই ভুল আর নয়। বরং নিজের বুদ্ধি কাজে লাগান। একাধিক প্ল্যান দেখুন। তারপর একটা নিন।

দেরি করে প্ল্যান করা

অনেকেই টার্ম ইনস্যুরেন্স কেনার জন্য অবহেলা করেন। আজ কিনব, কাল কিনব করে কেনেন না। আর এটাই হল ভুল। মাথায় রাখবেন, যত বয়স বৃদ্ধি পাবে, ততই ঊর্ধ্বমুখী হবে প্রিমিয়াম। তাই এই বিষয়টা মাথায় রাখুন।

Read more!
Advertisement
Advertisement