Advertisement

Raider 125 এর নতুন মডেল আনল TVS, দামী বাইকের ফিচার সস্তাতেই!

TVS Raider 125 র নতুন ভার্সান এল বাজারে। একাধিক ‘ফার্স্ট-ইন-সেগমেন্ট’ ফিচার থাকছে এই বাইকে। এক্স-শোরুম (দিল্লি) দাম ৯৩,৮০০ টাকা থেকে ৯৫,৬০০ টাকা।

TVS Raider 125 এর নতুন মডেল।TVS Raider 125 এর নতুন মডেল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 7:50 PM IST
  • TVS Raider 125 র নতুন ভার্সান এল বাজারে।
  • একাধিক ‘ফার্স্ট-ইন-সেগমেন্ট’ ফিচার থাকছে এই বাইকে।
  • এক্স-শোরুম (দিল্লি) দাম ৯৩,৮০০ টাকা থেকে ৯৫,৬০০ টাকা।

TVS Raider 125 র নতুন ভার্সান এল বাজারে। একাধিক ‘ফার্স্ট-ইন-সেগমেন্ট’ ফিচার থাকছে এই বাইকে। এক্স-শোরুম (দিল্লি) দাম ৯৩,৮০০ টাকা থেকে ৯৫,৬০০ টাকা। সংস্থার দাবি, এটি দেশের প্রথম ১২৫ সিসির বাইক। Boost Mode সহ iGO Assist, Dual Disc Brakes সঙ্গে ABS আর Glide Through Technology (GTT) রয়েছে।

টিভিএস মোটরের দাবি, নতুন Raider এ কমিউটার বাইকের ফ্রেমেই ভরপুর পারফরম্যান্স, সেফটি আর স্টাইলে জোর দেওয়া হয়েছে।

দুটি ভার্সানে পাবেন, TFT Dual Disc (₹৯৫,৬০০) ও SXC Dual Disc (₹৯৩,৮০০)। অক্টোবর থেকেই দেশের সমস্ত টিভিএস শোরুমে এই মডেল পাবেন।

ভরপুর ফিচার
নতুন Raider 125 এ Boost Mode দিয়েছে টিভিএস। এতে কুইক পিক আপ পাবেন।

৬,০০০ RPM এ ১১.৭৫ Nm টর্ক জেনারেট করে।এক্সিলারেশন ও ওভারটেকিং আরও স্মুদ হয়। সেফটির দিক থেকেও বড় আপগ্রেড এসেছে। এই প্রথম ১২৫ সিসি সেগমেন্টে Dual Disc ও ABS পাবেন। শহর বা হাইওয়ে দুই ক্ষেত্রেই বেশি কন্ট্রোল ও স্টেবিলিটি পাবেন।

Glide Through Technology (GTT)
এটা সত্যিই এই সেগমেন্টের হিসাবে বেশ ভাল ফিচার। সহজ ভাষায় বললে, নতুন Raider এ ক্লাচ না ধরেও ধীর গতিতে বাইক চালানো যাবে। শহরের রাস্তায়, ঘন ট্রাফিকে খুব হেল্পফুল। পাশাপাশি Follow Me Headlamp ফিচারও যোগ হয়েছে। এতে ইগনিশন বন্ধের পরও কিছুক্ষণ হেডল্যাম্প জ্বলতে থাকে। এর ফলে অন্ধকার জায়গায় পার্কিংয়ে সাহায্য করে।

নতুন লাল অ্যালয় হুইল, মেটালিক সিলভার ফিনিশ, এবং চওড়া টায়ার (সামনে 90/90-17 ও পেছনে 110/80-17) একটা আলাদা স্পোর্টি লুক দিয়েছে।

ডিজিটাল কনেক্টিভিটি
নতুন Raider এ রয়েছে TFT ডিসপ্লে (৯৯ ফিচার) ও রিভার্স LCD (৮৫+ ফিচার) আছে। TVS SmartXonnect™ রয়েছে। সাধারণত অ্যাপাচে রেঞ্জের দামি বাইকে এই ফিচার থাকত। ব্লুটুথ, ভয়েস অ্যাসিস্ট, কল হ্যান্ডলিং, নেভিগেশন, সব কিছুই বেশ আপমার্কেট ফিচার। সবই পাচ্ছেন এই ১২৫ সিসির বাইকে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement