Advertisement

UPI USSD Code: ইন্টারনেট, স্মার্টফোন লাগবে না, এই কোড লিখে নির্ঝঞ্ঝাটে টাকা পাঠান

ডিজিটাল পেমেন্টের জন্য PhonePe, G-Pay-র মতো অ্যাপ ব্যবহার করা হয়। ইন্টারনেট ও স্মার্টফোন ছাড়া তা করা যায় না। কিন্তু এই ব্যবস্থায় ওসবের দরকার নেই। ফিচার ফোনেই টাকা পাঠাতে পারবেন ব্যবহারকারী।

ইন্টারনেট ছাড়াই ইউপিআই লেনদেন। ইন্টারনেট ছাড়াই ইউপিআই লেনদেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2022,
  • अपडेटेड 4:17 PM IST
  • ইন্টারনেট, স্মার্টফোন ছাড়াই টাকা পাঠান।
  • ইউএসএসডি কোড ব্যবহার করুন।
  • কী উপায়ে টাকা পাঠাবেন জেনে নিন।

ডিজিটাল লেনদেনকে উৎসাহ দেওয়ার জন্য UPI123 পরিষেবা শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। গত মঙ্গলবার ফিচার ফোনের জন্য ইউনিক পেমেন্টস ইন্টাফেজের (Unique payments interface) সূচনা করেছেন আরবিআই গভর্নর শশীকান্ত দাস।এনপিসিআই এই ধরনের পরিষেবা আগেই লঞ্চ করেছিল। এর সাহায্য ইন্টারনেট ছাড়াও ডিজিটাল লেনদেন করতে পারেন ব্যবহারকারীরা। কথা হচ্ছে, USSD নির্ভর NPCI মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে। যা ২০১২ সালে লঞ্চ করা হয়েছিল। তবে তার ব্যবহার সীমিত। 

ইউএসএসডি নির্ভর ব্যবস্থায় ইন্টারনেট ছাড়াই ইউপিআই-র মাধ্যমে টাকার লেনদেন করতে পারেন ব্যবহারকারীরা। আসলে এনপিসিআই যখন NPCI *99# পরিষেবা শুরু করেছিল তখন এত স্মার্টফোনের আধিক্য ছিল না। বলে রাখি, এই পরিষেবা স্মার্টফোন ও ফিচার ফোনের ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারীদের ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা দরকার। শুধুমাত্র MTNLআর BSNL ব্যবহারকারীরাই এই সুবিধা পান। 

ইন্টারনেট ছাড়াই লেনদেন

আরও পড়ুন

-ফিচার ফোনে টাইপ করুন *99# । এবং কল করুন। 
-এরপর একাধিক বিকল্প দেখতে পাবেন। প্রথম বিকল্প Send Money থাকলে ১ টিপুন। 
-কত টাকা পেমেন্ট করতে চান? মোবাইল নম্বর, ইউপিআই আইডি, আইএফসিএস কোড অথবা আগে থেকে সেভ করা ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন। 
-একটি বিকল্পকে বেছে নিয়ে পূরণ করুন। এবার টাকা পাঠানোয় 'সেন্ড' অপশনে ক্লিক করুন। 
-এবার অ্যাকাউন্ট  নম্বর লিখে সেন্ড করুন। 
- পরিশেষে নিজের ইউপিআই পিন দিন। সেন্ডে ক্লিক করুন। এভাবে ইন্টারনেট ছাড়াই চলে যাবে টাকা। 

কিউআর কোড স্ক্যান করে এই সুবিধা পাবেন না। শুধুমাত্র মোবাইল নম্বর ও ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারবেন। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড লিখেও টাকা পাঠাতে পারেন। 

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement