
পঞ্চায়েত ভোটের আগে প্রকাশিত হল রাজ্যের ভোটার তালিকার খসড়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার ভোটারের সংখ্যা কমেছে। গতবার এর থেকে বেশি ভোটার ছিল। এবছর রাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি ৪২ লাখ ৮৮ হাজার ২৩৩ জন। সেখানে গতবার ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৪৩ লাখ ৮১০ জন।
পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে, ৩ কোটি ৭৮ লাখ ২ হাজার ৭৩১ এবং ৩ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৮৮৩ জন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবছর খসড়া তালিকায় ভোটারের সংখ্যা কমেছে। তার কারণ, অনেকে মারা গিয়েছেন। আবার সর্বদল বৈঠকে কমিশনের কাছে বিরোধীরা অভিযোগ করেছিলেন যে, অনেক ভুয়ো ভোটার রয়েছে। সেই সব দিক খতিয়ে দেখে ভোটারের সংখ্যা কমেছে বলে মনে করা হচ্ছে।
এই খসড়া তালিকা চূড়ান্ত ভোটার তালিকা নয়। ৮ ডিসেম্বর পর্যন্ত এই তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দেশের নতুন ভোটারদের হাতে ২৫ জানুয়ারি, জাতীয় নির্বাচক দিবসে আনুষ্ঠানিক ভাবে ভোটার কার্ড তুলে দেওয়া হয়।
এখন অনেকের মনেই প্রশ্ন, তাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েনি তো? কীভাবে তা জানতে পারবেন? আর যদি নাম বা পড়ে সেক্ষেত্রে কী করণীয়?
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলার SDO, BDO অফিসে এই খসড়া তালিকা পাঠানো হয়েছে। সেখান থেকেই ভোটাররা জানতে পারবেন তাঁদের নাম তালিকায় আছে কি না। যদি না থাকে তাহলে সেখানেই আবেদন করতে পারবেন। পরবর্তী এক মাস অর্থাৎ ৮ ডিসেম্বর পর্যন্ত এই সংশোধনের কাজ চলবে। ভোটার তালিকার সংশোধনের কাজ হবে প্রত্যেক ভোটারের নিজস্ব বুথে। প্রত্যেক সপ্তাহের শনি ও রবিবার বুথস্তরের আধিকারিকেরা আবেদনপত্র জমা নেবেন।
এছাড়াও অনলাইনে আবেদনের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা যাবে। সেজন্য nsvp.in, voterportal.eci.gov.in এই সাইটে লগ ইন করে আবেদন করতে হবে। এছাড়া ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও নির্দিষ্ট ফর্মে আবেদন জানান যাবে।