টানা চার সপ্তাহ ধরে বেড়েই যাচ্ছিল সোনার দাম। তবে এবার স্বস্তি। কমল সোনার দাম। চলতি সপ্তাহে সোনার দাম ৫২ হাজার টাকার থেকেও কম। আবার বিশ্ববাজারেও সোনার দামও কমেছে। সপ্তাহের শেষে ভারতের বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫১,৮৬৮ টাকা।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই সোনার দাম কমছে। সেখানে গত সপ্তাহে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২,৪৮১ টাকায।
চলতি সপ্তাহে লেনদেন শুরু হয় মঙ্গলবার থেকে। প্রথম দিনই সোনার দাম কমে। তখন প্রতি ১০ গ্রামের দাম ৫২,১৮০ টাকা। তারপর থেকে সোনার দাম কমতে শুরু করে। বৃহস্পতিবার সোনার দাম কমে হয় ৫২ হাজারেরও কম। শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৫১,৮৬৮ টাকা।
আরও পড়ুন : থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি, মাত্র ২৫০ টাকায় ঘুরে আসুন মুর্শিদাবাদ
ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুসারে, আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সোনার দাম ৬১৩ টাকা। সেখানে বিশ্ববাজারে শুক্রবার দর ০.২ শতাংশ কমে আউন্স প্রতি ১৭৫৩.৯৭ ডলার ছিল। সোনার দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২৪ ক্যারেট সোনার দাম ১৯ অগাস্ট পর্যন্ত সর্বোচ্চ ৫১,৮৬৮ টাকা ছিল। যেখানে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১,৬৬০ টাকা প্রতি ১০ গ্রামে। কর ছাড়াই সব ধরনের সোনার দর ধরা হয়েছে। তবে জিএসটি চার্জ আলাদাভাবে দিতে হবে।
এই প্রসঙ্গে জেনে রাখা ভালো, আপনি যদি সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তবে BIS Care App-এ যেতে পারেন। এর সাহায্যে আপনি সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারেন। এছাড়াও হলমার্ক সম্পর্কিত অনেক চিহ্ন থাকে। সেগুলো দেখেও গয়নার বিশুদ্ধতা পরখ করা সম্ভব।