প্রতি মাসেই রেশন দোকান থেকে সরকার আমাদের সারা মাসের রেশন দেয়। রেশন কার্ডের তালিকায় (Ration Card List) নাম থাকা নাগরিকদের রেশন দোকান (Ration Shop) থেকে খাদ্যশস্য (Food Grains) দেওয়া হয়। আমাদের রাজ্যে বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। কার্ড অনুযায়ী রেশন দোকান থেকে রেশন পাওয়া যায়। আসলে কার্ড অনুযায়ী রেশন বরাদ্দ করে সরকার। মার্চ মাসে রেশন দেওয়া শুরু হয়েছে। আমরা এই প্রতিবেদনে কোন কার্ডে কত পরিমাণ কী কী খাদ্যশস্য ও সুবিধা (Ration Card Benefits In February) দেওয়া হচ্ছে তা জানব। যাতে রেশন দোকানে যাওয়ার আগেই আপনি জেনে নিতে পারেন কী কী মিলবে।
আমাদের রাজ্যে যে যে রেশন কার্ড আছে, সেগুলি হল-অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH), অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH), RKSY1 রেশনকার্ড, RKSY2 রেশনকার্ড। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতর (Department of Food and Supplies, Government of WB) ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে কোন রেশন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য মিলবে তা জানিয়েছে। কার্ড অনুযায়ী মার্চ মাসে কী খাদ্যশস্য়-কত পরিমাণে পাওয়া যাবে তার তালিকা নীচে দেওয়া হল।
অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY): ফেব্রুয়ারি মাসে পরিবারপিছু ২১ কেজি চাল বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও পরিবারপিছু বিনামূল্যে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম পাওয়া যাবে। এছাড়াও পরিবারপিছু ১ কেজি করে চিনি দেওয়া হবে। চিনির জন্য কেজিতে ১৩ টাকা ৫০ পয়সা দাম দিতে হবে।
অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH): মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা ২ কেজি গম পাওয়া যাবে।
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH): মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা ২ কেজি গম পাওয়া যাবে।
RKSY1 রেশনকার্ড: মাথাপিছু বিনামূল্যে ৫ কেজি করে চাল পাওয়া যাবে এই কার্ড থাকলে। আর কিছু মিলবে না।
RKSY2 রেশনকার্ড: মাথাপিছু বিনামূল্যে ২ কেজি করে চাল পাওয়া যাবে। আটা বা গম পাওয়া যাবে না। চিনিও পাওয়া যাবে না এই কার্ড থাকলে।