Advertisement

RPF-GRP Difference: RPF-GRP রেলের নিরাপত্তায় কাজ করে, তাহলে দু'টির মধ্যে পার্থক্য কোথায়?

ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন কোটি কোটি মানুষ রেলপথে যাতায়াত করে। এর পাশাপাশি রেলপথ দিয়েও লাখ লাখ টন পণ্য পরিবহন করা হয়।

RPF ও GRP-র পার্থক্যRPF ও GRP-র পার্থক্য
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 26 Mar 2023,
  • अपडेटेड 6:23 PM IST
  • ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক
  • প্রতিদিন কোটি কোটি মানুষ রেলে যাতায়াত করে

ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন কোটি কোটি মানুষ রেলে যাতায়াত করে। এর পাশাপাশি রেল দিয়েও লাখ লাখ টন পণ্য পরিবহন করা হয়। তাই রেলের সম্পত্তি এবং যাত্রীদের নিরাপত্তা এবং কোনও অসুবিধা ছাড়াই ভ্রমণ একটি বড় দায়িত্ব। এই দায়িত্ব আরপিএফ (RPF) এবং জিআরপির (GRP) কাঁধে। প্রায়শই লোকেরা RPF এবং GRP উভয়কেই একই বলে মনে করে, কিন্তু তা নয়। উভয়ের দায়িত্ব আলাদা এবং উভয়ের নিয়োগ, রিপোর্টিং এবং কাজে অনেক পার্থক্য রয়েছে।

RPF (Railway Protection Force): আরপিএফ রেল মন্ত্রকের অধীনে কাজ করে। RPF কে রেলওয়ে প্রোটেকশন ফোর্সও বলা হয়। দেশজুড়ে অনেক এলাকায় রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (RPSF)-এর ১২টি ব্যাটালিয়ন রয়েছে। ১৯৫৭ সালের আইন অনুযায়ী গঠিত হয়েছে। এটি রেলের সম্পত্তি, যাত্রী এলাকা এবং যাত্রী এবং এর সঙ্গে যুক্ত বিষয়গুলির নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। চুরি, অসাধু আত্মসাৎ এবং রেলের অবৈধ দখল সংক্রান্ত অপরাধ মোকাবিলা করার ক্ষমতা রয়েছে আরপিএফ-র। RPF মহিলাদের জন্য নির্ধারিত কোচে অননুমোদিত প্রবেশ, রেলের ছাদে ভ্রমণ, রেলের অননুমোদিত ভেন্ডিং, টাউট ইত্যাদি সংক্রান্ত মামলাগুলি নিয়ে কাজ করে৷

আরও পড়ুন

GRP (Government Railway Police): GRP-এর প্রাথমিক ভূমিকা হল ভারতের রেল স্টেশনের ভিতরে আইন-শৃঙ্খলা বজায় রাখা। জিআরপি নিরাপত্তা প্রদান করে, ট্রেন সংক্রান্ত অপরাধের তদন্ত করে। জিআরপি রেলের কর্মকর্তা এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। যাত্রী ও যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভিড় হটানো, স্টেশন চত্বরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে এরা। এছাড়াও অপরাধীদের গ্রেফতার, হকরি ও ভিক্ষাবৃত্তি রোধ করার দায়িত্বও রয়েছে এদের কাঁধে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement