Advertisement

বাংলায় SIR শুরু হলে কী কী নথি দেখাবেন? না থাকলে ভোটার তালিকায় বাদ পড়ার সম্ভাবনা

বিহারের পর বাংলাতেও যদি আচমকা SIR চালু হয় সেক্ষেত্রে ভোটার তালিকায় আপনার নাম টিকিয়ে রাখতে কী কী নথি জমা করতে হবে আপনাকে? আজই জেনে রাখুন...

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 9:17 AM IST
  • আধার কিংবা ভোটার কার্ড গ্রহণযোগ্য হবে না
  • বাংলাতেও SIR চালু হওয়ার সম্ভাবনা
  • কোন কোন নথি দেখাতে হবে?

SIR নিয়ে তোলপাড় দেশের রাজনীতি। বিহারে এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) হওয়ার পর যে রিপোর্ট পেশ করেছে কমিশন, তাতে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে বাংলাতেও। বিহারের পর সামনের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে তার আগে কি তবে এরাজ্যে SIR-এর পালা? তেমনটা হলে কোন কোন নথি দেখাতে হবে নির্বাচন কমিশনকে? 

SIR নিয়ে সোচ্চার তৃণমূল। তাদের দাবি, ঘুরিয়ে NRC চালুর জন্য নির্বাচন কমিশনকে ঢাল করছে BJP। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, ভোটার তালিকা স্বচ্ছ হলে তৃণমূলের বিপদ। 

তবে হঠাৎ SIR নিয়ে নির্দেশিকা এলে কমিশনের আধিকারিকদের হাতে কোন কোন নথি তুলে দিতে হবে আপনাকে? নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে কী কী ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে? 

বিহারে কমিশন ১১টি নথি নির্দিষ্ট করে দিয়েছে। নথির ক্ষেত্রে বিহারে SIR চলাকালীন যে সমস্ত নথি চাওয়া হয়েছে, বাংলার ক্ষেত্রেও তা দেখতে চাইতে পারে নির্বাচন কমিশন। এমনটাই অনুমান বিশ্লেষকদের। এই ১১টির মধ্যে যে কোনও একটি কাগজ দেখাতে পারলেই ভোটার তালিকায় নাম থাকবে আপনার। 

> রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারি বা অবসরপ্রাপ্ত কর্মচারি হলে তার পরিচয়পত্র।
>  ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে।
> ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC-র নথি।
> বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র। 
> ভারতীয় পাসপোর্ট। 
> স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। সেক্ষেত্রে দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট। তবে অবশ্যই সে সার্টিফিকেটে জন্মের সাল উল্লেখ থাকতে হবে। 
> রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি প্রমাণপত্র।
> ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র।
> কাস্ট সার্টিফিকেট।
> জাতীয় নাগরিকপঞ্জি বা NRC (যেখানে চালু হয়েছে)।
> রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার।
> সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি। অর্থাৎ দলিল, পরচা।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement