ভারতের নিজস্ব ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই (UPI) লঞ্চ হওয়ার পর থেকেই খুব ভালো সাড়া পড়ে গিয়েছে এর একটা অন্যতম কারণ হল খুব দ্রুত এই পেমেন্ট সেটেল (Payment Settlement) হয়ে যায়। এছাড়া এটিতে কোনও চার্জও লাগে না। তবে আসন্ন সময়ে স্থিতিতে বদল দেখতে পাওয়া যেতে পারে এবং লোকেদের ইউপিআই পেমেন্ট করতে গেলে চার্জ দিতে হতে পারে। রিজার্ভ ব্যাংক (Reserve Bank Of India) এটা নিয়ে ডিসকাশন পেপার (Discussion Paper) চালু করেছে, এতে মানুষের পরামর্শ চাওয়া হয়েছে।