দুর্গাপুজো ঘিরে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য দমকল বিভাগ। পুজোর আগেই রাজ্যে ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হবে বলে ঘোষণা দমকল মন্ত্রী সুজিত বসুর। এর ফলে আগুন লাগার মতো অপ্রত্যাশিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে। মঙ্গলবার নিউটাউন দমকল কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী । সেখানে দুর্গাপুজোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি দমকল মন্ত্রী ঘোষণা করেন, রাজ্য সরকার খুব শিগগিরই আরও ২৫টি নতুন দমকল কেন্দ্র স্থাপন করবে। আদালতের জট কেটে গেলে দমকল বিভাগে নতুন নিয়োগও শুরু হবে। ১০০০ ফায়ার অপারেটর ও ৩৭০ ড্রাইফার দমকল বিভাগে নিয়োগ করা হবে।