করোনা ভাইরাসের জেরে বেশি মাত্রায় প্রভাবিত দেশগুলির মধ্যে ব্রাজিল অন্যতম। ব্রাজিলে ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার পর রাষ্ট্রপতি জাইর বলসোনারো ফাইজার- বায়োনেটেক ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করেন। যার ফলে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোল শুরু হয় তাঁকে ঘিরে।
বলসোনারো তাঁর দেশের নাগরিকদের সাবধানও করেন যে, যদি ফাইজার- বায়োনেটেক ভ্যাকসিন দেওয়ার ফলে তাঁরা কুমীরে পরিণত হয় কিংবা মহিলাদের দাঁড়ি গজায়, তাহলে সরকারের কোনও ভাবে দায়বদ্ধ থাকবে না।
তিনি ব্রাজিলে ভ্যাকসিন বিতরণের পরিকল্পনাগুলি ভাগ করে নিয়েছেন ইতিমধ্যে। তবে তার সঙ্গে তিনি এও জানান যে, সকলকে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে তবে যাদের শরীরে করোনায় আক্রান্ত হওয়ার পর অ্যান্টিবোডি তৈরি হয়েছে, তাঁরা কেন টীকা নেবেন।
নিউজ এজেন্সি এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ফাইজারের বৈশিষ্টে স্পষ্ট করে লেখা আছে যে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যে আমরা দায়ী নই। অর্থাৎ ফলে আপনি যদি কুমীরে রূপান্তরিত হন ,সেটা আপনার সমস্যা।"
"যদি আপনি অ্যালৌকিক হয়ে যান, কিংবা মহিলাদের দাঁড় গজায় বা আবার পুরুষেরা যদি কর্কশ স্বরে কথা বলতে শুরু করেন, তাহলে কিছু করার নেই।" জাইর বলসোনারোর এই বক্তব্য শোনার পর থেকেই নেট পাড়ায় তাঁর নামে মজার মিমসে ছেয়ে গেছে।