Advertisement

ভাইরাল

Rajasthan : রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিরাট প্যাঙ্গোলিন, তারপর যা হল...

Aajtak Bangla
  • রাজস্থান,
  • 19 Aug 2021,
  • Updated 7:39 PM IST
  • 1/5

প্যাঙ্গোলিন (Pangolin) ঘিরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থল রাজস্থানের ধোলপুর জেলার বসেরি থানার থানার অন্তর্গত নাগলা দরবেশি গ্রাম। প্যাঙ্গোলিনটি নজরে আসতেই পুলিশ ও বনবিভাগে খবর দেন গ্রামবাসীরা। অনেক চেষ্টার পর অবশেষে সেটিকে ধরা হয়। 
 

  • 2/5

প্যাঙ্গোলিন একটি স্তন্যপায়ী প্রাণী। এদের সাড়া দেহে থাকে আঁশ, যা আত্মরক্ষায় কাজে লাগে। সাধারণত আফ্রিকা ও এশিয়ায় দেখতে পাওয়া যায় প্যাঙ্গোলিন।  
 

  • 3/5

এশিয়া মহাদেশের মধ্যে ভারত, শ্রীলঙ্কা, চিন, নেপালের মতো দেশগুলিতে প্রায়শই দেখা যায় প্যাঙ্গোলিন। তবে ভারতের অন্যান্য অঞ্চলে দেখা গেলেও রাজস্থানে (Rajasthan) প্যাঙ্গোলিন প্রায় নেই বললেই চলে। কিন্তু তারপরেও ওই এলাকায় প্যাঙ্গোলিন উদ্ধার হওয়ায় সেখানে এই প্রজাজির আরও প্রাণী রয়েছে বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকরা। 
 

  • 4/5

বন্যপ্রাণী প্রতিপালক রাজীব তোমর বলেন, প্যাঙ্গোলিন মূলত ভিতু প্রকৃতির প্রাণী। এরা সাধারণত রাতে বের হয়। বিপদ বুঝলে এরা গাছে চড়ে যায়। তবে অনেকে সময়ই এদের ডাইনোসের আমলের প্রাণী ভেবে হত্যা করা হয়। 

  • 5/5

প্যাঙ্গোলিনটির দেখাশোনার জন্য আপাতত বনবিভাগের একটি দলক মোতায়েন করা হয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

Advertisement
Advertisement