Advertisement

ভাইরাল

PHOTOS : বাথরুম স্নানে মগ্ন স্ত্রী, লুকিয়ে রেকর্ড স্বামীর, তারপর যা হল

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 21 Aug 2021,
  • Updated 7:21 PM IST
  • 1/8

নিজের স্বামী যে এমন কাজ করবেন, তা কখনও ভাবতে পারেননি এই মহিলা। সম্প্রতি এক মহিলা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে হওয়া একটা ঘটনা তিনি সকলের সামনে তুলে ধরেন এবং সাহায্য চান। (সব ছবি প্রতীকী-গেটি ইমেজেস)
 

  • 2/8

ওই মহিলা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তিনি একজন গৃহবধূ। তাঁর দুটি সন্তান রয়েছে। সন্তানদের বয়স ৫ ও ২ বছর। করোনার জেরে তাঁর স্বামীও এখন বাড়িতে থাকেন। 

  • 3/8

মহিলা জানান, একদিন তিনি ফ্ল্যাটের পাশে থাকা আরেকটি শৌচাগার যান। সেখানে স্নান করার পরে তিনি ক্রিম লাগাচ্ছিলেন। সেই সময়ে বাথরুমে একটি নীল আলো দেখতে পান তিনি। সেই আলোর কাছে যেতেই হুঁশ উড়ে যায় তাঁর।

  • 4/8

দ্য সানের প্রতিবেদন বলা হয়েছে, ওই মহিলা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন বাথরুমে নীল আলোটি আসলে একটা গোপন ক্যামেরা। তাঁর পুরো স্নানের মুহূর্ত রেকর্ড হয়েছে এই ক্যামেরায়।

  • 5/8

মহিলা জানান, এই ক্যামেরাটি তাঁর স্বামীর। কারণ ক্যামেরাটি তাঁর স্বামী বাড়ির পোষা কচ্ছপের উপর নজর রাখার জন্য কিনেছিলেন। এরপরেই মহিলা স্বামীর কাছে গিয়ে বিষয়টি জিজ্ঞাসা করেন। 

  • 6/8

মহিলার স্বামী উল্টে তাঁকে জানান, তিনি দেখছিলেন যে ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা। তাই জন্য এই কাজ করেছেন। যদি শেষে স্ত্রীয়ের কথা মতো স্নানের ফুটেজ ওই ব্যক্তি ডিলিট করে দেন। 
 

  • 7/8

মহিলা লিখেছেন যে তাঁর স্বামীর এই কাজের জন্য তিনি খুব বিব্রত বোধ করছেন। সে জানে না কি করতে হবে এবার। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখার পরে নেটিজেনরা ওই মহিলার স্বামীর ওপর ক্ষোভ প্রকাশ করছেন।

  • 8/8

কমেন্ট বক্সে একজন জানান, অবিলম্বে এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা উচিত। কারণ এটা হতে পারে যে তাঁর স্বামী পর্ন সাইটে ভিডিও আপলোড করার জন্য এই কাজ করেছে। আরেকজন বলেন, ওই ব্যক্তির থেকে সন্তানদেরকে থেকে দূরে রাখা উচিত।
 
 

Advertisement
Advertisement