এই ঠান্ডায় জলে সময় কাটানো মুখের কথা নয়। এমন কাজ কেউ করবেনই বা কেন? অথচ জেলেরা দেখেন জলে ভেসে আসছে এক মহিলার দেহ। লাশ ভেবে তাঁকে নৌকায় তুলতেই সকলকে অবাক করে চোখ খুললেন মহিলা। জীবিত আছেন তিনি। এই ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়।
জানা গিয়েছে, মহিলা নদীর বরফ ঠান্ডা জলে প্রায় ১২ ঘন্টা ধরে সাঁতার কাটেন। প্রায় ১০ কিলোমিটার বাদে জেলেরা তাঁকে উদ্ধার করেন।
মহিলার নাম অনিতা দেবী। রাঘোপুর দায়ারার বাসিন্দা এই মহিলা সন্ধ্যার দিকে গঙ্গা নদীর পাইপা ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাথা ঘোরার কারণে সেতুতে বসে পড়েন তিনি। সেই সময় পা পিছলে নদীতে পড়ে যান। মহিলাটি সারা রাত ধরে নদীতে সাঁতার কেটেছিলেন।
ওই ব্রিজ থেকে প্রায় ১০ কিলোমিটার দূর থেকে নদীতে জেলেরা তাঁকে উদ্ধার করেন।
সারারাত ঠান্ডা জলে থাকায় মহিলার স্বাস্থ্য ভেঙে পড়ে। মহিলাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে গরম পোশাক এবং হিটার ব্যবহার করে সুস্থ করে তোলার কাজ শুরু করেন।