বিদেশীদের হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার ঘটনা আগেও দেখা গিয়েছে। আমেরিকার নিউইয়র্কের বাসিন্দা অচ্যুত গোপী ভগবান শ্রী কৃষ্ণের ভক্ত। তিনি এত সুন্দরভাবে শ্রীকৃষ্ণের গান ও ভজন করেন যা শুনতে দূর দূর থেকে ছুটে যান মানুষজন। আর শুধু অচ্যুত গোপীই নয়, তাঁর পরিবারও শ্রীকৃষ্ণের ভক্ত। প্রসঙ্গত অচ্যুত হলেন একজন আধ্যাত্মিক কনটেন্ট ক্রিয়েটার তথা গ্র্যামি নমিনেটেড শিল্পী। ভক্তিগীতির জন্য তিনি প্রচুর পুরস্কারও পেয়েছেন। অচ্যুত জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি ইশ্বর বিশ্বাসী। তিনি চান, কীর্তনের মাধ্যমে ভগবানের ভক্তিতে বিলীন হয়ে যেতে।
এই বিষয়ে অচ্যুত গোপীর পরিবারও তাঁকে সাহায্যে করেছে। অচ্যুত জানাচ্ছেন, তাঁর পরিবার ও শিক্ষকদের আশীর্বাদের কারণেই তিনি এই জায়গায় পৌঁছেছেন। তিনি গোটা বিশ্ব ঘোরার সুযোগ পেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তাঁর লেখালেখিরও শখ রয়েছে।
অচ্যুত আরও জানাচ্ছেন, এখনও পর্যন্ত ভক্তিগীতি ও ধ্যান-সমাধির প্রচুর কর্মশালার আয়োজন করেছেন তিনি। এই কারণে তাঁর জীবন আরও ভাল বলে বলেই দাবি অচ্যুতের। এর চেয়ে আর কোনও ভাল জীবন আছে বলে মনেই করেন না তিনি
ইনস্টাগ্রামে govindagirl_acyutagopi নামে অ্যাকাউন্ট রয়েছে অচ্যুতের। তাতে ২৭ হাজারেরও বেশই ফলোয়ার রয়েছেন। তিনি প্রেম মালা নামে একটি বইও লিখেছেন। বইটির জন্য, আধ্যাত্ম বিভাগে ২০২০ নেক্স জেনারেশন ইন্ডি বুক অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। পাশাপাশি তাঁর ওয়েব পেজ http://acyutagopi.me/-তে অনেক আধ্যাত্মিক কথাও লেখা রয়েছে।