Advertisement

পরপর ৫ বার যমজ সন্তানের জন্ম দিলেন মহিলা, রাগে বাড়ি ছাড়লেন স্বামী

গ্লোরিয়া আরও বলেন, 'আমি কাম্পালা থেকে এখানে হাউজ গার্ল হিসেবে কাজ করতে এসেছিলাম।' কিন্তু তাঁর স্বামী কোথায় গিয়েছেন সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই পরিস্থিতিতে গ্লোরিয়া গভীরভাবে দুঃখিত। তিনি বলেন, এখন সবকিছু ভগবানের ছেড়ে দিয়েছেন।

সন্তানদের নিয়ে নলোঙ্গো গ্লোরিয়াসন্তানদের নিয়ে নলোঙ্গো গ্লোরিয়া
Aajtak Bangla
  • 20 Jul 2022,
  • अपडेटेड 8:25 PM IST
  • ১০ সন্তানের জন্ম মহিলার
  • স্ত্রীকে ছাড়লেন স্বামী
  • ঘর ছাড়তে বলেছেন বাড়িওয়ালাও

পঞ্চমবার যমজ সন্তানের জন্ম দিলেন এক মহিলা। যার জেরে ওই মহিলার সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন তাঁর স্বামী। মহিলার স্বামীর দাবি, পরপর ৫ বার যমজ সন্তানের জন্ম দেওয়া কোনও সাধারণ ঘটনা নয়। এখনও পর্যন্ত ১০ সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে আফ্রিকার উগান্ডায়। মহিলার নাম নলোঙ্গো গ্লোরিয়া, আর তাঁর স্বামীর নাম স্লাঙ্গো। সম্প্রতি নবম ও দশম সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। তবে তাঁর স্বামী কোথায় গিয়েছেন সেই বিষয়ে ওই মহিলার কাছে কোনও তথ্য নেই। 

NTV Mwasuze Mutya-কে গ্লোরিয়া.জানিয়েছেন 'যখন আমি তৃতীয়বার যমজ সন্তান নিয়ে গর্ভবতী হই, তখনই আমার স্বামী বলেছিলেন এটা তাঁর জন্য অনেকটা বেশি, তুমি বাড়ি ছেড়ে চলে যাও।'

গ্লোরিয়া

গ্লোরিয়া আরও বলেন, 'আমি কাম্পালা থেকে এখানে হাউজ গার্ল হিসেবে কাজ করতে এসেছিলাম।' কিন্তু তাঁর স্বামী কোথায় গিয়েছেন সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই পরিস্থিতিতে গ্লোরিয়া গভীরভাবে দুঃখিত। তিনি বলেন, এখন সবকিছু ভগবানের ছেড়ে দিয়েছেন। তবে তিনি এটাও জানিয়েছেন যে, এতগুলো সন্তানের জন্ম দিয়েছেন বলে তাঁর কোনও আফসোস নেই। গ্লোরিয়া আরও বলেন যে, তিনি খুব ভাল করেই জানেন সন্তানদের তাঁদের বাবা পছন্দ করেন না। কিন্তু তিনি তাঁর সন্তানদের ছেড়ে যাবেন না। 

আরও পড়ুন

গ্লোরিয়া

ওই মহিলা আরও জানাচ্ছেন, তাঁর বড় সন্তান তাঁকে ছেড়ে চলে গিয়েছে। সে কোথায় আছে তা তাঁর জানা নেই। এদিকে তাঁর বাড়িওয়ালা তাঁকে ঘর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। যার জেরে সন্তানদের নিয়ে কার্যত অথৈ জলে পড়েছেন গ্লোরিয়া। 

 

Read more!
Advertisement
Advertisement