Advertisement

নিজের গায়ে দেওয়া পোশাক ভাড়া দিয়ে কোটি টাকা কামাচ্ছেন এই তরুণী

২০ বছর বয়সে পোশাক ভাড়া দেওয়ার ব্যবসা শুরু করেছিলেন ব্রিটনি ম্যাককোয়্যাড।

সৌজন্য়ে- ইনস্টাগ্রামসৌজন্য়ে- ইনস্টাগ্রাম
  • মেলবোর্ন,
  • 11 Dec 2021,
  • अपडेटेड 11:39 AM IST
  • ২০ বছর বয়সে পোশাক ভাড়া দেওয়ার ব্যবসা শুরু করেছিলেন ব্রিটনি ম্যাককোয়্যাড।
  • ২৪-র ব্রিটনি ম্যাককোয়্যাড অনলাইনে ব্যবহৃত পরিধান ভাড়া দেন।
  • ভাড়া দিয়ে ৭০ লক্ষ টাকা কামিয়ে ফেলেছেন ব্রিটনি। 

জামাকাপড় ভাড়া দিয়ে আয়! উপার্জনের জন্য এমন পথ বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন-নিবাসী এক মহিলা। বছর ২৪-র ব্রিটনি ম্যাককোয়্যাড অনলাইনে ব্যবহৃত পরিধান ভাড়া দেন। কত টাকা আয় হয়? অঙ্কটা চমকে দেওয়ার মতো। চলতিবছর নিজের গায়ে দেওয়া পোশাক ভাড়া দিয়ে ৭০ লক্ষ টাকা কামিয়ে ফেলেছেন ব্রিটনি। 

২০ বছর বয়সে পোশাক ভাড়া দেওয়ার ব্যবসা শুরু করেছিলেন ব্রিটনি ম্যাককোয়্যাড। ব্যবসায় উপার্জনের টাকায় একটি বাড়িও কিনে ফেলেছেন। যার মূল্য ৩ কোটি টাকা। ব্রিটনির কথায়,''আমি লক্ষ্য় করলাম একটা অনুষ্ঠানে কোনও পোশাক পরলে দ্বিতীয়বার সেটি পরতে চান না মহিলারা। ফলে প্রতিবার নতুন পোশাক কিনতে হবে। কিন্তু তাতে অনেক টাকা খসবে। সেজন্য় সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের বিকিকিনির সাইটে নিজের জামাকাপড় ভাড়া দিতে শুরু করলাম।''   

তাঁর অনেক দামি ও সুন্দর পোশাক থাকলেও পরার ইচ্ছা হয়নি বলে জানান ব্রিটনি। তখনই তাঁর মাথায় ওই পোশাকগুলির গতি করার পরিকল্পনা আসে। অনলাইনে ওই পোশাকগুলি ভাড়া দেওয়ার ব্যবসায় নামেন ওই তরুণী। ২৫টি পোশাক নিয়ে শুরু করেন। একবার-দু'বার সেগুলি পরেছিলেন তিনি। ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকলে জামা-কাপড় কিনতে থাকেন। এখন তাঁর কাছে ৩০০-র বেশি পোশাক রয়েছে। সেগুলিই ভাড়া দিয়ে লক্ষ টাকা আয় করেন ব্রিটনি। 

আরও পড়ুন

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় 'হট' ভিডিও আপলোড শিক্ষিকার, স্কুল থেকে বরখাস্ত

একটি পোশাক ভাড়া দিয়ে ১১০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আয় হয় অস্ট্রেলীয় তরুণীর। কয়েকজন গ্রাহক দু'হাজার টাকারও বেশি দেন। ভাড়া দিয়ে পোশাকের কয়েক গুণ দাম উঠে আসে বলে দাবি ব্রিটনির। গত চার বছরে কামিয়েছেন কোটি টাকা। 

নেট মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়াও নেন ব্রিটনি। ১৯ হাজারের বেশি মানুষ ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন। ইনস্টাগ্রামের মাধ্যমেও অনেকে পোশাক ভাড়া নেন। বলাই বাহুল্য়, ব্রিটনির ব্যবহৃত পোশাকের ব্যবসায় ভালই সাড়া দিচ্ছেন গ্রাহকরা। 

Read more!
Advertisement
Advertisement