Advertisement

ঘুমের ঘোরে পাশ ফিরলেই পৌঁছে যাবেন অন্য দেশে, এ এক আজব শহর

Baarle শহরটি Belgium–Netherlands-এর সীমানার মাঝামাঝি অবস্থিত। শহরের বেশকিছু বাড়ির মধ্যে দিয়ে গিয়েছে দুটি দেশের সীমান্ত। যার জেরে সেখানকার মানুষের একটি পা বেলজিয়ামে থাকলে অপর পা থাকে নেদারল্যান্ডসে। আর শুধু বাড়িঘরই নয়, রেস্তোরাঁ, ক্যাফে হাউসসহ অনেককিছুর মধ্যে দিয়েই গিয়েছে দুই দেশের সীমান্ত। 

বার্লে শহরবার্লে শহর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Feb 2022,
  • अपडेटेड 7:18 PM IST
  • দুই দেশের সীমানায় অবস্থিত বার্লে শহর
  • শহরের দুটি ভাগের আলাদা নাম
  • গোটা শহর পরিচালিত হয় একটি কমিটির মাধ্যমে

ধরুন যদি কেউ আপনাকে বলেন যে দুটি দেশের সীমানা তাঁর বাড়ির মধ্যে দিয়ে গিয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? তবে এটা সত্যি। ইউরোপের বার্লে শহরে এমনই একটা বিষয় রয়েছে, যেখানে এক দেশে খাবার তৈরি করে, অন্য দেশে গিয়ে সেটা খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।  

Baarle শহরটি Belgium–Netherlands-এর সীমানার মাঝামাঝি অবস্থিত। শহরের বেশকিছু বাড়ির মধ্যে দিয়ে গিয়েছে দুটি দেশের সীমান্ত। যার জেরে সেখানকার মানুষের একটি পা বেলজিয়ামে থাকলে অপর পা থাকে নেদারল্যান্ডসে। আর শুধু বাড়িঘরই নয়, রেস্তোরাঁ, ক্যাফে হাউসসহ অনেককিছুর মধ্যে দিয়েই গিয়েছে দুই দেশের সীমান্ত। 

বার্লে শহর

শহরের কিছুটা অংশ নেদারল্যান্ডসে এবং কিছুটা বেলজিয়ামে অবস্থিত। নেদারল্যান্ডসের দিকের অংশটিকে বলা হয় Baarle-Nassau এবং বেলজিয়ামের অংশটির নাম Baarle-Hertog। সাদা রঙের ক্রস চিহ্নের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে দুই দেশের সীমানা। 

আরও পড়ুন

কোনও কোনও বাড়িতে আবার সাদা রঙের ওই ক্রসের ওপরেই রয়েছে শোয়ার খাট। সেইদিক থেকে দেখতে গেলে ঘুমের সময় পাশ ফিরলেই বদলে যায় দেশ। Deutsche Welle অনুযায়ী বার্লে শহরে নামের মতো সবকিছুই রয়েছে দুটো করে। তবে সবটাই একটি কমিটির মাধ্যমে পরিচালিত হয়।

 

Read more!
Advertisement
Advertisement