Advertisement

Baba Vanga: অগাস্টে সত্যি হবে বাবা ভাঙ্গার রহস্যময় ভবিষ্যদ্বাণী? আতঙ্ক ও কৌতূহলে বিশ্ববাসী

রহস্যময় ভবিষ্যদ্বাণীর জন্য খ্যাত বুলগেরিয়ার ‘বলকানদের নস্ট্রাদামুস’ খ্যাত বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে মৃত্যুবরণ করলেও, তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ফের শোরগোল পড়েছে তাঁর ২০২৫ সালের অগাস্ট মাস সম্পর্কিত একাধিক ভবিষ্যদ্বাণী ঘিরে।

বাবা ভাঙ্গা।-গ্রাফিক্সবাবা ভাঙ্গা।-গ্রাফিক্স
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 12:51 PM IST
  • রহস্যময় ভবিষ্যদ্বাণীর জন্য খ্যাত বুলগেরিয়ার ‘বলকানদের নস্ট্রাদামুস’ খ্যাত বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে মৃত্যুবরণ করলেও, তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
  • এবার ফের শোরগোল পড়েছে তাঁর ২০২৫ সালের আগস্ট মাস সম্পর্কিত একাধিক ভবিষ্যদ্বাণী ঘিরে।

রহস্যময় ভবিষ্যদ্বাণীর জন্য খ্যাত বুলগেরিয়ার ‘বলকানদের নস্ট্রাদামুস’ খ্যাত বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে মৃত্যুবরণ করলেও, তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ফের শোরগোল পড়েছে তাঁর ২০২৫ সালের অগাস্ট মাস সম্পর্কিত একাধিক ভবিষ্যদ্বাণী ঘিরে।

লিথুয়ানিয়ান সংবাদমাধ্যম Made in Vilnius–এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাবা ভাঙ্গা ২০২৫ সালের অগাস্টে “ডাবল ফায়ার”–এর ঘটনা ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, এক আগুন আসবে আকাশ থেকে এবং আরেকটি পৃথিবী থেকে। এর ব্যাখ্যা নিয়ে মতবিরোধ রয়েছে—কেউ বলছেন এটি ব্যাপক বন আগুন বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ইঙ্গিত, কেউ আবার সম্ভাব্য উল্কাপাত বা গ্রহাণুর আঘাতের আশঙ্কা করছেন।

এছাড়া তিনি সতর্ক করেছিলেন, অগাস্টে মানবতা এমন এক জ্ঞানের কাছাকাছি পৌঁছবে, যা “পেতে চায়নি”। একবার সেই জ্ঞান উন্মুক্ত হলে আর বন্ধ করা যাবে না। বিশ্লেষকদের ধারণা, এই ভবিষ্যদ্বাণী জৈবপ্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত বিপজ্জনক উন্নয়নের দিকে ইঙ্গিত করতে পারে।

আরও এক ভবিষ্যদ্বাণীতে বাবা ভাঙ্গা বলেন, “যে হাত এক হয়ে গেছে, তা ভেঙে দুই টুকরো হবে।” অনেকে একে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের ভাঙনের পূর্বাভাস মনে করছেন। এ ছাড়াও, তিনি প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি, ইউরোপে জনসংখ্যা হ্রাস এবং ভিনগ্রহীদের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের কথাও উল্লেখ করেছিলেন।

 

Read more!
Advertisement
Advertisement