Advertisement

'চু কিত কিত কিত কিত...' 'বাদামকাকু' ভুবনের নতুন গান রিলিজ

ইউটিউবে (YouTube) গানের ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হতে শুরু করেছে। গানের কথা ও সুর দিয়েছেন শমীক সিনহা। একইসঙ্গে ব়্যাপও করেছেন তিনি। ভিডিওতে অভিনয় করেছেন রিম্পি ও ম্যাক্স।

ভুবন বাদ্যকরভুবন বাদ্যকর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2022,
  • अपडेटेड 5:51 PM IST
  • আবার ভুবন বাদ্যকর
  • নিয়ে এলেন নতুন গান
  • দেখুন নয়া মিউজিক ভিডিও

নতুন গান নিয়ে ফের হাজির ভুবন বাদ্যকার। কাঁচা বাদাম (Kacha Badam) খ্যাত শিল্পীর এই নতুন গানেও রয়েছে বাদামের স্বাদ। নতুন গানে ভুবন গাইলেন 'চু কিত কিত কিত কিত, আমার বাদাম সুপার হিট।' 

ইউটিউবে (YouTube) গানের ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হতে শুরু করেছে। গানের কথা ও সুর দিয়েছেন শমীক সিনহা। একইসঙ্গে ব়্যাপও করেছেন তিনি। ভিডিওতে অভিনয় করেছেন রিম্পি ও ম্যাক্স। 

গানটি দেখে ইতিমধ্যেই কমেন্টও দিতে শুরু করেছেন নেটিজেনরা। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ইউজাররা। কেউ কেউ গানের প্রশংসা করেছেন। কারও আবার একেবারেই পছন্দ হয়নি গানটি। 

আরও পড়ুন

প্রসঙ্গত কয়েক মাস আগে ভাইরাল হয় ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) কাঁচা বাদাম গানটি। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে যান তিনি। তারপর আরও কয়েকটি গান বের হয় তাঁর। একাধিক জায়গা থেকে সংবর্ধনাও দেওয়া হয় তাঁকে। সেই 'বাদাম কাকু'রই এবার চলে এলে নতুন গান। 

 

Read more!
Advertisement
Advertisement