Advertisement

লু থেকে খুদেদের বাঁচাতে বলিউডি সুরে গান শিক্ষকের, নিমেষে VIRAL

ভিডিওটি (Video) বিহারের সমস্তিপুর জেলার মালদহ গ্রামের একটি প্রাথমিক স্কুলের। যেখানে বৈদ্যনাথ রজক নামে এক শিক্ষককে গলায় ২টি বোতল ঝুলিয়ে ব্ল্যাকবোর্ডে 'লু' লিখে এবং গান গেয়ে ক্লাসের পড়ুয়াদের সচেতন করতে দেখা যাচ্ছে। 

প্রাথমিক শিক্ষকের সচেতনতামূলক গান ভাইরাল (ছবি-সোশ্যাল মিডিয়া)প্রাথমিক শিক্ষকের সচেতনতামূলক গান ভাইরাল (ছবি-সোশ্যাল মিডিয়া)
Aajtak Bangla
  • বিহার,
  • 02 May 2022,
  • अपडेटेड 10:04 PM IST
  • একাধিক রাজ্যে বইছে লু
  • কচিকাঁচাদের সচেতন করতে শিক্ষকের উদ্যোগ
  • বাঁধলেন গান, ভাইরাল ভিডিও

শনিবার থেকে কমবেশি বৃষ্টি শুরু হলেও এখনও গরম যথেষ্টই রয়েছে দক্ষিণবঙ্গে। আর শুধু বাংলার দক্ষিণবঙ্গই নয়, উত্তরভারতের একাধিক রাজ্যে আকাশ থেকে কার্যত আগুন ঝরাচ্ছেন সূর্যদেব। বহু জায়াগাতেই বইছে লু। কোথাও আবার রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এই পরিস্থিতিতে স্কুলের কচিকাঁচাদের গরম নিয়ে সচেতন করে তুলতে অভিনব গান বাঁধলেন এক প্রাথমিক স্কুলের শিক্ষক। ইতিমধ্যেই সেই গান ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়। 

ভিডিওটি (Video) বিহারের সমস্তিপুর জেলার মালদহ গ্রামের একটি প্রাথমিক স্কুলের। যেখানে বৈদ্যনাথ রজক নামে এক শিক্ষককে গলায় ২টি বোতল ঝুলিয়ে ব্ল্যাকবোর্ডে 'লু' লিখে এবং গান গেয়ে ক্লাসের পড়ুয়াদের সচেতন করতে দেখা যাচ্ছে। 

বলিউডের একটি হিন্দিগানের সুরে নতুন কথা সাজিয়ে গান বেঁধেছেন ওই শিক্ষক। আর সেই গান শুনে হাততালিও দিতে দেখা যাচ্ছে পড়ুয়াদের। 

আরও পড়ুন

ভিডিওটি 'টিচার্স অফ বিহার', এই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ৩ হাজারেরও বেশিবার দেখা হয়ে গিয়েছে ভিডিওটি। তাপপ্রবাহ সম্পর্কে কচিকাঁচাদের সচেতন করতে ওই শিক্ষকের এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা। 

 

Read more!
Advertisement
Advertisement