Advertisement

কুকুরের জন্মদিনে ১১ লক্ষ টাকা খরচ! জানেন কী কী হল পার্টিতে?

ডেলি স্টারের খবর অনুযায়ী, ওই কুকুরদির জন্মদিন উপলক্ষে ৫২০টি ড্রোন ব্যবহার করা হয়। ড্রোনের মাধ্যমে 'Dou Dou: a very happy birthday' এবং "Wish Dou Dou a happy 10th birthday!" লেখা হয়। সেই ভিডিওটি আপলোড করা হয় টিকটকে। তারপরেই সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। জন্মদিনে নিজের জন্য সান্তাক্লজের মতো পোশাক তৈরি করেন কুকুরের মালিক। কুকুরের এহেন জন্মদিন দেখে স্থানীয়রা জানান, ড্রোন শো তাঁরা আগে বিয়ের অনুষ্ঠানে দেখেছেন, কিন্তু এমনটা কখনোই দেখেননি। 

কুকুরের জন্মদিন উদযাপনকুকুরের জন্মদিন উদযাপন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Dec 2021,
  • अपडेटेड 1:50 PM IST
  • Dou Dou নামে কুকুরের জন্মদিন উদযাপন
  • ৩০ মিনিট ধরে চলে ড্রোন শো
  • দেখে অবাক স্থানীয়রা

পোষ্য প্রাণী, বিশেষত কুকুরের সঙ্গে অনেক ক্ষেত্রেই আত্মিক সম্পর্ক গড়ে ওঠে মানুষের। অনেক সময়ই কুকুরের জন্য প্রচুর অর্থ খরচ করতেও দেখা যায় মানুষকে। কেউ কেউ তো পোষ্য কুকুরের জন্মদিনও উদযাপন করেন। এবার তেমনই আরও একটি খবর পাওয়া যাচ্ছে। যেখানে প্রায় ১১ লক্ষ টাকা খরচ করে উদযাপন করা হল কুকুরের জন্মদিন। চিনের হুনানে এক মহিলা Dou Dou নামে ওই কুকুরটির জন্মদিন উদযাপন করেছেন। টিকটকে ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

ডেলি স্টারের খবর অনুযায়ী, ওই কুকুরদির জন্মদিন উপলক্ষে ৫২০টি ড্রোন ব্যবহার করা হয়। ড্রোনের মাধ্যমে 'Dou Dou: a very happy birthday' এবং "Wish Dou Dou a happy 10th birthday!" লেখা হয়। সেই ভিডিওটি আপলোড করা হয় টিকটকে। তারপরেই সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। জন্মদিনে নিজের জন্য সান্তাক্লজের মতো পোশাক তৈরি করেন কুকুরের মালিক। কুকুরের এহেন জন্মদিন দেখে স্থানীয়রা জানান, ড্রোন শো তাঁরা আগে বিয়ের অনুষ্ঠানে দেখেছেন, কিন্তু এমনটা কখনোই দেখেননি। 

কুকুরের জন্মদিন উদযাপন

যে সংস্থার থেকে ড্রোন ভাড়া নেওয়া হয়েছিল তারা জানাচ্ছে, কুকুরের মালিক বিশেষভাবে জন্মদিনটি উদযাপন করতে চেয়েছিলেন। ৩০ মিনিট ধরে চলে ড্রোন শো। কুকুরের ডাকের মতো শব্দে গাওয়া হয় হ্যাপি বার্থ ডে গানটি। 

আরও পড়ুন

কুকুরের জন্মদিন উদযাপন

এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মন্তব্য করেছেন, কুকুরের জীবন তো মানুষের চেয়েও ভাল। একজন আবার লিখেছেন তিনি পরের জন্মে কুকুর হতে চান। অন্যদিকে অপর এক ইউজার লিখছেন এটা অর্থের অপচয়। 

 

Read more!
Advertisement
Advertisement