Advertisement

নাচতে গিয়ে ভূপতিত বর কনে, নব দম্পতির ভিডি Viral

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওতে নবদম্পতিকে একসঙ্গে নাচতে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎই ঘটে যায় বিপত্তি। একসঙ্গে নাচতে নাচতে হঠাৎই বরের পিঠে উঠে পড়েন কনে। কিন্তু কনেকে পিঠে নেওয়ার পরেই আর দেহের ভারসাম্য ঠিক রাখতে পারেননি বর। যার জেরে উভয়েই পড়ে যান মাটিতে। 

বর কনের নাচের মুহূর্তবর কনের নাচের মুহূর্ত
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Sep 2021,
  • अपडेटेड 11:00 PM IST
  • নাচতে গিয়ে বিপত্তি বর কনের
  • বরের পিঠে উঠলেন কনে
  • ভারসাম্য হারিয়ে মাটিতে পড়লেন দু'জনেই

বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি রাখেন না বর কনে। কেউ সাজ পোশাকে, কেউ খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে, কেউ আবার অন্যকোনও ভাবে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন দিনটিকে। তবে সেই চেষ্টা করতে গিয়ে কখনও কখনও বিপত্তিও ঘটে যায়। ঠিক যেমন হল এই বর-কনের ক্ষেত্রে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওতে নবদম্পতিকে একসঙ্গে নাচতে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎই ঘটে যায় বিপত্তি। একসঙ্গে নাচতে নাচতে হঠাৎই বরের পিঠে উঠে পড়েন কনে। কিন্তু কনেকে পিঠে নেওয়ার পরেই আর দেহের ভারসাম্য ঠিক রাখতে পারেননি বর। যার জেরে উভয়েই পড়ে যান মাটিতে। 

যদিও এই ঘটনায় অবশ্য কোনওরকম চোট পাননি তাঁরা। এমনকী নাচও বন্ধ হয়নি তাঁদের। পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই উঠে পড়েন তাঁরা এবং ফের নাচতে শুরু করেন। সেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ২৫ লক্ষরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং তাতে ৫৭ হাজারের বেশি লাইক পড়েছে। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement