বিয়ের আসর তখনও বসেনি। ঘোড়ার চড়ে পাত্র এসেছেন। আর তাঁকে বহুতল বাড়ির উপর থেকে দেখছেন কনে। তিনি এতটাই উৎফুল্ল যে হবু স্বামীকে দেখেই ছুড়ে দিলেন ফ্লাইং কিস। যা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করা হয়েছে। সেখান থেকেই ভাইরাল হয়েছে। তবে কোথাকার বিয়ে বা ভিডিওটি তা জানা যায়নি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কনে একটি লেহেঙ্গা পরে আছেন। বর আসা মাত্র বারান্দায় চলে এসেছেন ওই কনে। তিনি বহুতলের বারান্দা থেকেই নিচে দেখছেন সেই দৃশ্য। তাঁর চোখে-মুখে আনন্দের ছাপ স্পষ্ট। উপরে দাঁড়িয়ে থেকেই হাত নাড়ছেন।
এরপরই ঘোড়ায় বসে থাকা বর উপরের দিকে চেয়ে দেখলেন। আর তখনই তাঁকে লক্ষ্য করে ফ্লাইং কিস দিলেন কনে। সেই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ঘুরছে।
ইনস্টাগ্রামে উইটি ওয়েডিং নামে একটি পেজ রয়েছে। সেখানে কনেদের ভিডিও বা ছবি মাঝে মাঝে শেয়ার করা হয়। সেখানেই এই ভিডিওটি আপলোড করা হয়েছে। নববধূর এই ফ্লাইং কিসের ভিডিও দেখেছেন অনেকেই।