Advertisement

Viral Video: শ্বশুরবাড়ি ঢোকার আগেই শাশুড়ির সামনে আজব কাণ্ড কনের!

আর একটু হলেই কেলেঙ্কারি হচ্ছিল। তবে শেষমেশ কনের দুর্দান্ত রিফ্লেক্সে বাঁচল রসগোল্লা! হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্যাপারটা কী? আসলে সম্প্রতি একটি মজার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি একটি মজার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি একটি মজার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2026,
  • अपडेटेड 2:05 PM IST
  • শেষমেশ কনের দুর্দান্ত রিফ্লেক্সে বাঁচল রসগোল্লা!
  • সম্প্রতি একটি মজার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে।
  • ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক সদ্যবিবাহিতা স্ত্রীকে নিয়ে বাড়ি এসেছেন।

আর একটু হলেই কেলেঙ্কারি হচ্ছিল। তবে শেষমেশ কনের দুর্দান্ত রিফ্লেক্সে বাঁচল রসগোল্লা! হ্যাঁ, ঠিকই পড়ছেন। ব্যাপারটা কী? আসলে সম্প্রতি একটি মজার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ‘Last 24 hours of India’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে এক মজার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক সদ্যবিবাহিতা স্ত্রীকে নিয়ে বাড়ি এসেছেন। এক বয়স্ক মহিলা, সম্ভবত বরের মা, তাঁকে রসগোল্লা খাওয়াচ্ছেন। চামচে করে মিষ্টি এগিয়ে দেওয়া হচ্ছে বরের মুখের দিকে। ঠিক সেই সময়েই আচমকা চামচ থেকে পিছলে যায় রসগোল্লাটি।

ঘটনা ঘটতে না ঘটতেই বাজিমাত করলেন কনে। রসগোল্লাটি মাটিতে পড়ার আগেই, বা বরের পোশাকে পরার আগেই, ঝটপট হাত বাড়িয়ে মাঝপথেই সেটি ধরে ফেলেন। ঠিক যেন মহেন্দ্র সিং ধোনির উইকেটকিপিংয়ের মতো রিফ্লেক্স! এই 'ক্যাচ' দেখে প্রথমে খানিক হকচকিয়ে যান উপস্থিত অতিথিরা। তার পরেই বিস্ময় আর হাসির রোল। বিয়েবাড়ির সেই ছোট্ট মুহূর্তই হয়ে ওঠে গোটা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

দেখুন সেই ভিডিও:

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের কমেন্টের বন্যা। অনেকেই কনের এই ফাস্ট রিফ্লেক্সের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির তুলনা করছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, এই কনের 'উইনিং ক্যাচ' নাকি বহু অভিজ্ঞ ফিল্ডারকেও লজ্জায় ফেলতে পারে।

কমেন্ট বক্সে নানা রকম প্রতিক্রিয়া। এক জন লিখেছেন, 'আমার মনে হয় ওঁরও খুব রসগোল্লা খেতে ইচ্ছা করছিল। সেই কারণেই ওমন চট করে লুফে নিয়েছেন।' আর এক জন আবার বলছেন, এভাবেই বিপদে আপদে পরিবারকে আগলে রাখেন মেয়েরা।

Read more!
Advertisement
Advertisement