Advertisement

তাস খেলেই কামাই ২৫ কোটি, জেনে নিন কীভাবে

তাস খেলেই কামাই ২৫ কোটি। আপনিও খেলতে চাইলে, জেনে নিন পদ্ধতি।

পোকার জয়ীপোকার জয়ী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Nov 2021,
  • अपडेटेड 12:09 AM IST
  • তাস কেলে কামাই ২৫ কোটি
  • জয়ের পরও খেলা চালিয়ে যেতে চান
  • খেলাটাই বড় কথা, জয় নয়

২৬ বছর বয়সী যুবক পোকার তাসের একটি খেলা খেলে ২.৫ মিলিয়ন পাউন্ড, ভারতীয় টাকায় যা প্রায় ২৫ কোটি টাকা, জিতে নিয়েছেন.

২৬ বছর বয়সী জ্যাক অলিভার জাগুয়ার ল্যান্ডরোভার গাড়িতে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। তাঁর গার্লফ্রেন্ডও সেখানে হাজির ছিলেন এবং তাদের পিছনে দাঁড়ানোর কথা বলেন।

পোকার টুর্নামেন্টে তৃতীয় স্থান দখল করেন জ্যাক। তারপর তিনি বলেন, আমার কাছে এই জয় একটা গুরুত্ব রাখে। মানছি এটা অনেক টাকা। যে টাকা অর্জন করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হতো, তা আমি অনেক সহজেই হাসিল করেছি। কিন্তু এটাই আমার কাছ সব নয়। আমি পোকার খেলতে ভালবাসি। আসন্ন বছরগুলিতেও আমি পোকার খেলব। অনেকটা বেশিই খেলব। হার অথবা জিত আমার কাছে কোনও গুরুত্ব রাখে না। 

আরও পড়ুন

ব্রিটেনের হর্টফোর্ডশায়ারের বাসিন্দা জ্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ার দরুণ পোকার খেলার নেশা ধরেন। তিনি এর আগেও পোকার খেলেছেন। তার সার্বিক গত পাঁচ বাৎসরিক আয় ৮৭ হাজার টাকা। তিনি সর্বোচ্চ ২০ হাজার পাউন্ড জিতেছিলেন। তাঁর সঙ্গে কয়েক হাজার প্রতিযোগী অই পোকার প্রতিযোগিতায় অংশ নিয়েছিেলন।

 

Read more!
Advertisement
Advertisement