Advertisement

Viral: লিলুয়ার এই টোটচালক যাত্রীদের GK প্রশ্ন ধরেন, উত্তর দিতে পারলেই ভাড়া মকুব!

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সংকলন সরকার নামে এক ইউজার। পোস্টে সংকলন লিখেছেন, 'লিলুয়ার (Howrah Liluah) এক আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হল। আমরা সেই ব্যক্তির টোটোয় রঙ্গোলি মলে যাচ্ছিলাম। সেইসময় হঠাৎ তিনি আমাদের দিকে ঘুরে বললেন, যদি আমরা তাঁর ১৫টি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তিনি ভাড়া নেবেন না।' 

সুরঞ্জন কর্মকার
Aajtak Bangla
  • হাওড়া,
  • 22 Nov 2021,
  • अपडेटेड 5:14 PM IST
  • যাত্রী প্রশ্নের উত্তর দিলেই ভাড়া মকুব
  • টোটোচালকের কাহিনি ভাইরাল
  • প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

ইন্টারনেট (Internet) ও সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়শই এমনকিছু মানুষের বিষয়ে জানা যায়, যাঁরা শুধু আপনাকে অবাকই করেন না, তাঁদের কাজে মানুষ উদ্বুদ্ধও হন। তেমনই একটি পোস্ট ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেখানে সুরঞ্জন কর্মকার নামে হাওড়া জেলার লিলুলার এক টোটো চালকের কাহিনি উল্লেখ করা হয়েছে। 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সংকলন সরকার নামে এক ইউজার। পোস্টে সংকলন লিখেছেন, 'লিলুয়ার (Howrah Liluah) এক আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হল। আমরা সেই ব্যক্তির টোটোয় রঙ্গোলি মলে যাচ্ছিলাম। সেইসময় হঠাৎ তিনি আমাদের দিকে ঘুরে বললেন, যদি আমরা তাঁর ১৫টি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তিনি ভাড়া নেবেন না।' 

এরপর সুরঞ্জন সংকলনকে প্রশ্ন করেন, 'পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?' তারপরেই একের পর এক প্রশ্ন করতে থাকেন সুর়ঞ্জন। টোটোচালকের এহেন আচরণ রীতিমতো মুগ্ধ করে সংকলনকে। সুরঞ্জন আরও জানান, ষষ্ঠশ্রেণিতে পড়ার সময় তাঁকে স্কুল ছাড়তে হয়েছিল। কিন্তু তাতে তাঁর জ্ঞানচর্চার ইচ্ছা কমে যায়নি। তিনি লিলুয়া বুক ফেয়ার ফাউন্ডেশনের সদস্য। নিজেরে টোটোয় ঐতিহাসিক ও বিখ্যাত ব্যক্তিদের ল্যামিনেটেড ছবিও রাখেন। 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্য়েই সুরঞ্জন কর্মকারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement