Advertisement

বিয়ের আসরে Amazon-এ গোরের মালা অর্ডার বরের, VIRAL

কৃষ্ণ ভার্শনি নামে এক ব্যক্তি লিঙ্কডিনে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে নবদম্পতির সামনে হাতে বড় বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন অ্যামাজনের ডেলিভারি বয়। আসলে অ্যামাজন থেকে বরমালা বা গোরের মালা অর্ডার করেন তিনি। স্ত্রী ফাল্গুনী খান্নাকে চমক দিতেই এমনটা করেছেন বলে জানান কৃষ্ণ।

অ্যামাজনে বরমালা অর্ডারঅ্যামাজনে বরমালা অর্ডার
Aajtak Bangla
  • 04 Aug 2022,
  • अपडेटेड 2:37 PM IST
  • কনেকে চমকে দিলেন বর
  • গোরের মালা এল অ্যামাজন থেকে
  • অবাক নেটদুনিয়া

বিয়ে নিয়ে অনেক মানুষেরই অনেক চিন্তাভাবনা থাকে। প্রত্যেকেই চান নিজের বিয়েকে সকলের কাছে স্মরণীয় করে রাখতে। আর সেই কারণে বিভিন্ন অভিনব আইডিয়াও ভাবেন তাঁরা। অভিনবত্বের মধ্যে দিয়ে বিয়ের আয়োজনটিকে স্মরণীয় করে রাখতে চান। 

এবার তেমনই একটি বিয়ের আয়জন দেখা গেল হায়দরাবাদে। যেখানে পাত্র কনেকে চমকে দিতে এক আজব কাণ্ড ঘটালেন। আর সেই ছবি ভাইরালও হল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কার্যত অবাক নেটাগরিকরাও।

কৃষ্ণ ভার্শনি নামে এক ব্যক্তি লিঙ্কডিনে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে নবদম্পতির সামনে হাতে বড় বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন অ্যামাজনের ডেলিভারি বয়। আসলে অ্যামাজন থেকে বরমালা বা গোরের মালা অর্ডার করেন তিনি। স্ত্রী ফাল্গুনী খান্নাকে চমক দিতেই এমনটা করেছেন বলে জানান কৃষ্ণ।

আরও পড়ুন

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করার পরেই ভাইরাল (Viral) হয়ে যায়। তাতে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটিজেনরা। এক ইউজার লেখেন, 'অতিমারির পর আজকাল কী যে হচ্ছে! বিয়ে এবং আচার অনুষ্ঠান এখন মজায় পরিণত হয়েছে।'

 

Read more!
Advertisement
Advertisement