Advertisement

দ্বাদশ শ্রেণিতে মাত্র ২৪ নম্বর পেয়েও UPSC-তে উত্তীর্ণ, IAS অফিসারের ট্যুইট VIRAL

আইএএস অবনীশ শরণ নিজের ট্যুইটে 'অ্যাভরেজ স্টুডেন্ট' শিরোনামের একটি পাতা শেয়ার করেছেন। তাতে তাঁর ও আরও এক আইএএস নীতীন সাংওয়ানের কাহিনি রয়েছে। বইটিতে লেখা হয়েছে যে, অবনীশ শরণ উচ্চবিদ্যালয়ে ৪৪ শতাংশ নম্বর পেয়েছিলেন। অন্যদিকে নীতীন সাংওয়ান দ্বাদশ শ্রেণির রসায়ন পরীক্ষায় মাত্র ২৪ নম্বর পেয়েছিলেন। 

IAS অফিসারের ট্যুইট ভাইরালIAS অফিসারের ট্যুইট ভাইরাল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Mar 2022,
  • अपडेटेड 3:50 PM IST
  • দ্বাদশ শ্রেণিতে ৪৪ শতাংশ নম্বর পেয়েছিলেন এক আইএএস অফিসার
  • আরও এক আইএএস অফিসার পেয়েছিলেন রসায়নে ২৪ নম্বর
  • সেই কাহিনিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

স্কুল কলেজে মধ্যমেধা ছাত্রছাত্রীরাও সাফল্যের সিঁড়ি চড়তে পারে। তার জন্য শুধু চাই কছিন পরিশ্রম, একাগ্রত ও ইচ্ছাশক্তি। সোশ্যাল মিডিয়ায় তেমনই এক আইএএস (IAS) অফিসারের কাহিনি ভাইরাল হয়েছে, যিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৪৪ শতাংশ নম্বর পেয়ছিলেন। কিন্তু কিছু করে দেখানোর ইচ্ছা থেকেই শেষ পর্যন্ত আইএএস অফিসার হতে পারেন তিনি। চলুন জেনে নেওয়া যাক গোটা বিষয়টি।

ওই আইএএস অফিসারের নাম অবনীশ শরণ। সম্প্রতি তিনি একটি বইয়ের পাতা ট্যুইট করেছেন। ট্যুই অনুযায়ী বইটি লিখেছেন আইএএস জিতিন যাদব। মূলত যে সমস্ত চাকরি প্রার্থীরা সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের কথা মাথায় রেখেই লেখা হয়েছে বইটি। 

আইএএস অবনীশ শরণ নিজের ট্যুইটে 'অ্যাভরেজ স্টুডেন্ট' শিরোনামের একটি পাতা শেয়ার করেছেন। তাতে তাঁর ও আরও এক আইএএস নীতীন সাংওয়ানের কাহিনি রয়েছে। বইটিতে লেখা হয়েছে যে, অবনীশ শরণ উচ্চবিদ্যালয়ে ৪৪ শতাংশ নম্বর পেয়েছিলেন। অন্যদিকে নীতীন সাংওয়ান দ্বাদশ শ্রেণির রসায়ন পরীক্ষায় মাত্র ২৪ নম্বর পেয়েছিলেন। 

আরও পড়ুন

 

তবে পরীক্ষায় কম নম্বর পেলেও কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তাঁরা দু'জনেই আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেন। পোস্টটিতে প্রতিক্রিয়া দিয়েছেন বহু ইউজার। কারও কারও মতে, এই কাহিনি তাঁদের কাছে প্রেরণামূলক যাঁরা ইউপিএসসি (UPSC) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তবে কেউ কেউ আবার মনে করেন, স্কুলের পরীক্ষার নম্বরের একটা আলাদা গুরুত্ব আছে। 

বইটির সম্পর্কে অবনীশ সরণ জানিয়েছেন যে, এটি একজন তরুণ আইএএস-এর লেখা আকর্ষণীয় ও তথ্যপূর্ণ বই, যা সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সটিক দিশা ও প্রেরণা দেবে। তাঁর বিশ্বাস এই বইটি পরীক্ষার্থীদের সাহায্য করবে।   

 

Read more!
Advertisement
Advertisement