একমাস ধরে বিনামূল্যে খাবার খেলেন এক মহিলা। কিন্তু কীভাবে? সেই রহস্যই প্রকাশ্যে এনেছেন তিনি। মহিলা জানাচ্ছেন তিনি, সুপারমার্কেটের বাইরে রাখা আবর্জনার ক্যান থেকে জিনিসগুলি তুলে খেতেন। তাঁর দাবি, কেউ কেউ ভাল খাবারও আবর্জনার স্তূপে ফেলে দেন। সেই খাবারগুলি তুলে এনেই একমাস ধরে ভোজন সারেন তিনি।
মহিলার নাম জিল বেনেট (Jill Bennett)। তিনি ইংল্যান্ডের নর্দাম্পটনের বাসিন্দা। বেনেট জানান, যে তিনি সুপারমার্কেটের বাইরে থেকে 'বর্জ্য' জিনিসপত্র তুলে এক মাসের জন্য বিনামূল্যে পেট ভরিয়েছেন। বেনেট আরও জানান, এক পয়সাও খরচ না করেই তিনি হাজার হাজার টাকার খাবার খেয়েছেন।
'ডেইলি মেইল' জানাচ্ছে, জিল বেনেট স্থানীয় দরিদ্রদের অনেক সামগ্রী দানও করেছেন। তিনি প্রায় এক মাস ধরে প্রতিদিন সুপারমার্কেটের বাইরে দাঁড়িয়ে থাকতেন, 'তাজা' খাবারগুলি ফেলে দেওয়ার জন্য অপেক্ষা করতেন। সুপারমার্কেটের এক কর্মীকে ট্র্যাশ ক্যান থেকে তাজা ফল, শাকসবজি, মাংস এবং খাবার তুলতে দেখার পর এই কাজ শুরু করেন তিনিও।
এরপর বেনেটও আবর্জনার ক্যানের মধ্যে খাবারের সন্ধান শুরু করেন। একটি বাক্স থেকে ২০০ পাউন্ডের (২০ হাজার টাকা) বেশি মূল্যের খাদ্য সামগ্রী পেয়ে তিনি অবাক হয়ে যান। তারপর থেকে তিনি প্রতিদিনই খাবার ফেলার সময় সুপার মার্কেটের বাইরে উপস্থিত থাকতেন এবং সেখান থেকে জিনিসপত্র সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতেন। গত এক মাস ধরে কোনও খরচ ছাড়াই প্রায় এভাবেই জীবনযাপন করছেন বেনেট।
তিনি বলেন, "আমি প্রতিদিন তাজা ফল, সবজি, ডিম খাচ্ছি। খাবার নষ্ট করা অপরাধ। পৃথিবীতে এমন মানুষ আছেন যাঁরা খাবার পান না। সুপারমার্কেটে এই ধরনের খাদ্য সামগ্রী নষ্ট করা উচিত নয়।"
আরও পড়ুন - মডেলিংয়ের প্রলোভন দিয়ে বধূকে 'গণধর্ষণ', শ্রীরামপুরে গ্রেফতার ২